পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালিফনিয়ায় বেদান্ত প্রচার। হাঁ এবাব ঠিক চলেছি। সম্মুখেই অনন্ত শান্তিময় নিৰ্বাণসমুদ্র ৷ স্পষ্ট অনুভব কচ্ছি। তা’তে এতটুকু বীচিবিক্ষোভ বা চাঞ্চল্য নাই । আমি যে জন্মেছি তাব জন্য আমি পুসী---এত যে দুঃখ ভোগ কবেছি তাৰ জন্যও খুলী-এত যে বড় বড় ভুল করেছি। তাতেও খুসী-আবার এখন যে শাস্তিব ক্ৰোড়ে বিশ্ৰাম কৰ্ত্তে চলেছি তাতেও খুলী। আমি কাহাকেও বন্ধনদশায় ফেলে যাচ্ছি না।-- নিজেও কোন বন্ধন নিযে যাচ্ছি না। এ শবীলটা ভেঙ্গে চুরে আমায মুক্তি দিক কিংবা আমি সশৰীরেই মুক্তি পাই-আমার পুৰাতন “আমি”টা চ’লে গেছে—একেবারে চিবদিনের জন্য গেছে --আর ফিক্‌ছে না । পথপ্রদর্শক, গুৰু, নেতা বা আচাৰ্য বিবেকানন্দ আর নাই —আছে শুধু সেই পূর্বের বালক, শিক্ষার্থী, গুৰূপদাশ্ৰিত অধীন। সেবক । বুঝতে পােচ্ছ কেন আমি-ব কাজে হস্তক্ষেপ কৰ্ম্মতে চাইনা । আমি কে যে অপরের কাজে হস্তক্ষেপ করতে যাব ? আমি বহুদিন নেতৃত্বপদ পরিত্যাগ করেছি-এখন আর কোন কথা বলাব শক্তি আমার নেই। এই বছরের প্রথম থেকে আমি ভারতে আমার মতে কাজ করবার কোন চেষ্টা করিনি। তুমি জান......র্তার ইচ্ছাস্রোতে যখন সম্পূর্ণ গা ঢেলে দিতুম সেই সময়টাই গিষাছে আমার জীবনের সর্বাপেক্ষা মধুময় মূহুর্ক। এখন আবার সেইরূপ গা ভাসান দিয়েছি। উপরে ভগবান অংশুমালী শুভ্ৰ নিৰ্ম্মল কিরণজাল বিস্তার কচ্ছেন্ন-নিম্নে পৃথিবী Stað