পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারি প্রদর্শনী ও ইউরোপ পৰ্যটন। পারি সহবে স্বামিজী সৰ্ব্বপ্রথমে লেগেটদম্পতিব আতিথ্য গ্ৰহণ কবেন। মধ্যে কিছুদিনেব জন্য মিসেস ওলিবুলিব আহবানে বৃটিানি প্রদেশেব অন্তৰ্গত লানিৰ্য নামক স্থানে গিযছিলেন। সেখান হইতে ফিবিয বিখ্যাত ফবাসী লেখক ও দার্শনিক মসীযে, জুল বোওযাব সহিত একত্র অবস্থান কবিতে লাগিলেন। ইনি ফবাসী ছাড়া অন্য ভাষায্য কথা বলিতেন না বলিয়া তাহাব সহিত কথোপকথন দ্বাবা স্বামিৰ্জা ফবাসী ভাষায অধিকাৰ লাভ কবিবাব সুযোগ পাই,পাছিলেন। লেগেট সাহেবোব গৃহে প্ৰত্যহ বহু পাশ্চাত্য গাণ্ডিত ও গুণী ব্যক্তির নিমন্ত্রণ হিচত। স্বামিজী লিখিযাছেন “আব্ব মিঃ লেগেট, প্ৰভূত অর্থব্যযে তঁাব পারিসস্থ প্রাসাদে ভোজনাদি ব্যপাদেশে, নিত্য নানা যশস্বী, যশস্বিনী নবনাবীব সমাগম সিদ্ধ কবেছেন ... ... s ar কবি, দার্শনিক, বৈজ্ঞানিক, নৈতিক, সামাজিক, গাযক, গায়িকা, শিক্ষযিাত্রী, চিত্ৰকৰ, শিল্পী, ভাস্কব, বাদক-প্রভৃতি নানা জাতিব গুণিগণ সমাবেশ, মিষ্টার লেগেটের আতিথ্য সমাদর আকষণে র্তার গৃহে। সে পৰ্ব্বতনিবারবৎ কথাচ্ছীটা, অগ্নিস্ফুলিঙ্গবৎ চতুর্দিকসমুখিত ভাববিকাশ, মােহিনী সঙ্গীত মনীষি-মনঃসংঘর্ষসামুখিত চিন্তামন্ত্রপ্রবাহ সকলকে দেশকাল ভুলিয়ে মুগ্ধ কবে রাখত।”