পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারি প্রদর্শনী ও ইউরোপা পৰ্য্যটন সুতরাং এরূপস্থানে পাশ্চাত্যের প্রধান প্ৰধান বুধগণের সহিত আলাপ পরিচযা করিয়া চিন্তা ও মনোভাব আদান প্ৰদান KR ধৰ্ম্মের শুভবার্তা প্রচার বিষয়ে তাহার কিরূপ সুযোগ ་་་་་་་་་་་་་་་་་་་་ তাহা সহজেই অনুমান করিতে পারিতেছেন। তিনিও এ সুযোগ পরিত্যাগ করেন নাই। নিঃসঙ্কোচে সকলের সহিত মিশিযাছিলেন এবং সৰ্ব্ববিষয়ে অসাধারণত্ব প্ৰদৰ্শন করিয়া সকলকে চমৎকৃত করি যাছিলেন । এবার পরিতে তাহাৰ সৰ্ব্বপ্রধান কীৰ্ত্তি ধৰ্ম্মেতিহাসসভায় বক্তৃতা প্ৰদান। ইতঃপূর্বে ফবাসী ভাষায তিনি বিশেষ অভিজ্ঞ ছিলেন না । কেবল এই সভাষ বক্তৃতা দিতে হইবে বলিষ্যা দুষ্টমাস পূৰ্ব্ব হঠতে ীৈ ভাষাৰ স্মালোচনা করিতেছিলেন। পাবি নগবীতে পদাৰ্পণ কৰিব পাব হইতেই বিখ্যাত প্ৰাচ্যবিদ্যবিৎ পণ্ডিতগণেৰ সহিত নিযত আলাপ করিয়া ক্রমশঃ সংস্কৃত দর্শনেব দুরূহ ও জটিল ভাবসমূহ ফবাসীভাষাৰ বিনা আয়াসে প্ৰকাশ ও সকলের বোধগম্য করিবার ক্ষমতা তাহার আরও বৰ্দ্ধিত হইয়া গেল। পণ্ডিতগণ ও এই আলোচনায় অনেক নূতন জিনিষ শিখিযা আনন্দলাভ করিতে লাগিলেন । ধৰ্ম্মেতিহাসসভােব ব্যাপাবে একটু মজা আছে। চিকাগোর ধৰ্ম্ম মহাসভােব ফল দর্শনে খৃষ্টান পাদ্রীরা-বিশেষতঃ রোমান ক্যাথলিক সম্প্রদায়- যৎপরোনাস্তি হতাশ্বাস ও মনঃক্ষুঃ হুইয়াছিলেন, কারণ তঁহাদের আশা ছিল ঐ সভায় খৃষ্টধৰ্ম্মের প্রাধান্তী সহজেই প্ৰতিষ্ঠিত হুইবে ; কিন্তু বিধাতার ইচ্ছায় ফল অন্যরূপ হওয়াতে, অর্থাৎ খৃষ্টধৰ্ম্মের পরিবর্তে হিন্দুধৰ্ম্মের উদার সমন্বয়বাদ S