পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । অধ্যাপক গেডেসের সহিত জাতিসমূহের বিবৰ্ত্তন, ইউরোপের আধুনিক পরিবর্তন, প্রাচীন গ্ৰীক সভ্যতা এবং ইউরোপীয় সভ্যতার উপর তাহার প্রভাব সম্বন্ধে অনেক কথোপকথন হইয়াছিল। পারিসহরের বিদ্বজ্জনসমাজে সুপরিচিত মসিএ জুল ব্লোওযার কথা পূৰ্বেই উল্লিখিত হইয়াছে। ইনি স্বামিজীর একজন বন্ধু । ইনি যে বেদান্তভাবে অনুপ্রাণিত ছিলেন তাহাই ফরাসীদেশে ভিক্টর হুগো ও লা মাটিনের এবং জাৰ্ম্মানীতে গেটে ও শিলালের মধ্যে পরিষ্কতা লাভ করিবাছিল । ধূম্মের বিভিন্ন সম্প্রদাষ ও কুসংস্ক। শে৭ ইতিহাসিক তথ্য সংগ্রহ ও ঋনিরূপণে ইনি বিশেষ দক্ষ ছিলেন । স্বামিজী ইসহাব সঙ্কিত আলাপে অত্যন্ত তৃপ্তিবোধ করিতেন । স্বামিজীর সহিত এখানে যে সকল ব্যক্তি প্লা বিশেষ আত্মায়ের ন্যায় ব্যবহাবি করিতেন। তঁহাদের মধ্যে পেযসূ হরাসিন্থ একজন । ইনি স্বামিজীর মতের সব্বাঙ্গীন প্ৰশংসা ও পোষকতা কমিতেন । ইহঁহার নিজ জীবনও বড় বিচিত্ৰ ।। ৪০ বৎসব বয়ঃক্রম পর্যন্ত রোমক-সম্প্রদায়ভুক্ত কঠোরত’। সন্ন্যাসী ছিলেন। র্তাহার অসাধারণ পাণ্ডিত্য, বাগিতা ইউরোপীয় জনসমাজে কাহারও অবিদিত ছিল না। ভিক্টর হুগো ফরাসী লেখকদের মধ্যে দুই জন লোকের মাত্ৰ প্ৰশংসা করিতেন। তার মধ্যে ইনি একজন। কিন্তু ১৮৬৯ খ্ৰীষ্টাব্দে চার্চের গলদ বাহির করাতে এবং ৪০ বৎসর বয়সে এক আমেরিক নারীর পাণিপীড়ন করিয়া। গাৰ্হস্থ্যধৰ্ম্ম অবলম্বন করাতে ক্যাথলিক সমাজ হইতে বহিস্কৃত sԳՀ