পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । ইনি তোপ নিৰ্ম্মাতা মিঃ হিরাম ম্যাকুসিম। ইহার নিৰ্ম্মিত ‘অটােম্যাটিক মেশিন গান’ নামক কামানে ৩০০ গজ দূৰ পৰ্যন্ত প্ৰতি মিনিটে ৬২০ বার ক্রমাগত “গোলা চলতে থাকে, আপনি ঠাসে, আপনি ছোড়ে, বিরাম নাই ।” “পরিব্রাজক”। এ স্বামিজী ইহার সম্বন্ধে লিখিযাছেন ঃ“ম্যাকসিম আদিতে আমেরিকান ; এখন ইংল্যাণ্ডে বাস, তোপের কারখানা ইত্যাদি। ম্যাকৃসিম তোপেৰ কথা বেশী কইলে বিবক্ত হয়, বলে “আরো বাপু, আমি কি আর কিছুই করিনি-ঐ মানুষমারা কলটা ছাড়া ?’ ম্যাকৃসিম চীনাভক্ত, ভারতভক্ত, ধৰ্ম্ম ও দর্শনাদি সম্বন্ধে সুলেখক । আমার বই পোড়ে অনেকদিন হ’তে আমার উপর বিশেষ অনুরাগবেজায় অনুরাগ।” চীনমন্ত্রী লিহাং চাং এর সঙ্গে এব। বিশেষ বন্ধুত্ব ও চীনে খ্ৰীষ্টান পাদ্রীরা যে ধৰ্ম্মপ্রচার কৰ্ত্তে চাষ এ তার অসন্থ। এর স্ত্রীও এর ন্যান্য চীনাভক্ত। বৃদ্ধ অতুল সম্পত্তির মালিক। ইনি সব রাজারাজড়াকে তোপ বেচিতেন বলিয়া সব দেশের বড়লোকের সঙ্গে আলাপ ছিল। স্বামিজীর ইউরোপ ভ্ৰমণকালে ভাল করিয়া সকল জায়গা দেখিবার সুবিধা হইবে বলিযা ইনি নানাস্থানের জন্য চিঠিপত্ৰ যোগাড় করিয়া দিয়াছিলেন। পাশ্চাত্যজগতের গায়িকাশ্রেষ্ঠা মাদামোয়াজেল কালভে ও অভিনেত্রীলালামভূত সারা যার্ণহার্ড পারিসে পরিচিত ব্যক্তিগণের মধ্যে অন্যতম। উভয়েরই সহিত পূৰ্ব্ব হইতে র্তাহার আলাপ ছিল। উভয়েই ফরাসী, এবং উভয়েই ইংরাজী ভাষায় ፭Sፃ 8