পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । হইবার পর পাশ্বানবাসীরা স্বামিজীকে অতি সমাদরে অভ্যর্থনা করিল। জেটির নিয়েই এক প্ৰকাণ্ড চন্দ্ৰাতপ নানাবিধ পুষ্পপত্রে অতি সুন্দরবন্ধপে শোভিত হইয়াছিল। এই চন্দ্ৰতাপের নিমে পাম্বানবাসীর পক্ষ হইতে নাগলিঙ্গম পিলে মহাশয এক অভিনন্দন প্লাঠি করিলেন। অভিনন্দনে তাহারা স্বামিজীকে তঁহাদের ধৰ্ম্মাচাৰ্যরূপে সম্বোধন করিম বলিলেন, “পাশ্চাত্যদেশে আপনার হিন্দুধৰ্ম্ম প্রচারে যথেষ্ট সুফল ফলিযাছে, এক্ষণে এই নিদ্রিত ভারতকে তাহার বহুদিনের অকালনিদ্রা হইতে জগাইবার জন্য অনুগ্রহপূর্বক বদ্ধপরিকর হউন।” রাজাও হৃদয়াবেগে ব্যক্তিগত ভাবে একটি স্বতন্ত্র অভিভাষণ দ্বারা স্বামিজীর নিকট স্বকীয মনোভাব নিবেদন করিলেন। স্বামিজীও যথাযোগ্য উত্তর প্রদানে সকলকে শ্ৰীত করিলেন । এইখানে তিনি বলিযাছিলেন যে ভারতের জাতীয় জীবনের কেন্দ্র রাজনীতি চর্চায়, যুদ্ধবিদ্যা}পারদর্শিতায়, বাণিজ্যের উৎকর্ষে বা শিল্প সমুদ্ধিতে নহে-কিন্তু * কেবল পূৰ্ম্মে । ধৰ্ম্মই আমাদের একমাত্র আশ্রয় ও অবলম্বন এবং জাতীয জীবনে মেরুদণ্ডস্বরূপ । আর ইহাই পৃথিবীর নিকট আমাদের একমাত্র দেয় । ১) সভার কার্য্য শেষ হইলে স্বামিজীকে রাজশকটে আরোহণ করাইয়া রাজা ও অমাত্যবৰ্গ পশ্চাৎ পশ্চাৎ পদব্রজে রাজকীয় 'বাঙ্গালার দিকে গমন করিতে লাগিলেন। রাজায় অভিপ্ৰায়ানুসারে শকটবাহী অশ্বদিগকে মুক্তি দিয়া সকলে মিলিয়া গাড়ী টানিতে লাগিলেন । স্বয়ং রাজাও ঠিয়াদিগের সহিত যোগ দিলেন। পন্থানে স্বামিজী তিন দিন বড়ই আনন্দে কাটাইলেক্স। sts