পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণ ভারতে । ীৈ স্থানের এবং ইহার নিকটবৰ্ত্তী রামেশ্বরের অনেক অধিবাসী এই সময়ে তাহার দর্শন লাভ করিষ। আপনাদিগকে কৃতাৰ্থ মনে করিতে লাগিল। দ্বিতীয় দিবস স্বামিজী রামেশ্বরের মন্দির দর্শনে যাত্ৰা করিলেন। পাঁচ বৎসব পূৰ্ব্বে ভারতের সর্বতীর্থ ক্ৰমণ করিষা যে দিন শেষ এই রামেশ্বরে আসি যাছিলেন সেদিনের কথা আজ মনে পড়িল, সেদিন এ মহোৎসব কোথায় ছিল, যে দিন তিনি জীর্ণ মলিন ভিক্ষুকের দেশে ক্ষীণ শ্ৰান্ত চরণে এই মন্দির দ্বারে উপস্থিত হইয়াছিলেন । যাহা হউক স্বামিজীর গাড়ী যখন মন্দির সন্নিধানে পৌছিল তখন এক বৃহতী জনতা, হস্তী, উষ্টি, অশ্ব, মন্দিরের চিহ্নিত পতাকা, দেশী সঙ্গীত এবং অন্যান্য সম্মানের চিহ্ন লিষ্টয়া উপস্থিত হইল। মন্দিরে উপস্থিত হইবার পর স্বামিজী ও তাহার শিষ্যবৰ্গকে মন্দিরের মণিমাণিক্য ও হীরা জহরত প্ৰভৃতি রত্নাদি প্ৰদৰ্শিত হইল। স্বামিজী সমস্ত মন্দিরটি ভ্ৰমণ করিয়া বেড়াইতে লাগিলেন-ভঁাহাকে মঞ্জির অদ্ভুত কারুকাৰ্য্য ও স্থাপত্য কৌশলাদি প্রদর্শিত হইতে লাগিলুর সহস্ৰ স্তম্ভোপরি স্থাপিত চান্দনীটিও স্বামিজী দেখিলেন। অবশেষে তাহাকে সমাগত ব্যক্তিবৃন্দের সমক্ষে একটি বক্তৃতা দিতে অনুরোধ করা হইল। তখন সেই প্ৰাচীন শিবমন্দিরের সুবিস্তীর্ণ প্ৰাঙ্গনতলে দণ্ডায়মান হইয়া তিনি “তীর্থমাহাত্ম্য ও উপসনা” সম্বন্ধে একটী আদয়গ্ৰাহী বক্তৃতা দিলেন। প্রসঙ্গক্ৰমে বলিলেন, "' শিবের অৰ্চনা শুধু মন্দিরন্থ বিগ্রহের অৰ্চনা নহে, কিন্তু ौन ब्रिय अांडूनि भाषा ८श औबक्री लिंद यांछिन ऊँiशबई অৰ্চনা। শ্ৰীযুক্ত নাগলিঙ্গম মহাশয় তামিল ভাষায় সকলকে 邨8年