পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারি প্রদর্শনী ও ইউরোপ পৰ্যটন। ‘ওরিত্মাতাল এক্সপ্রেস ট্ৰেণ্য’ যোগে স্বামিজী পারি ত্যাগ করিলেন। এই গাড়ী প্ৰত্যহ পারি হটতে স্তাম্বুল যাইবার জন্য ছাড়ে। মস্তিয় ও মাদাম লয়জন, মস্তিয় জুল বোওয়া, মাদামোয়াজেল কালভে এবং মিস জোসেফাইন ম্যাকলাউড স্বামিজীীর সহযাত্রী হইলেন । ২৫শে সন্ধ্যার সময় তাহারা ভিয়েনা পৌছিলেন ও তিনদিন সেখানে কাটাইলেন। এখানে অন্যান্য দর্শনীয-বস্তুর মধ্যে যে প্রাসাদে নেপলেয়নের পুত্ৰ বন্দীদশা জীবন কাটাইয়া মৃত্যুমুখে পতিত হন ও যে করুণ rifa Kerk, gifts, “Gita' ( L'aiglon or the young Eagle ) বা ‘গৰুড় শাবক’ নামক নাটক অভিনয়ে মাধ্যম বার্ণহার্ড সেই সময়ে সমগ্র ফ্রান্সদেশে এক তুমুল আন্দোলন সৃষ্টি করিয়াছিলেন স্বামিজীও সম্প্রতি এই অভিনয় দেখিয়াছিলেন) সেই অতীত িৈতহাসিক চিত্রের রঙ্গভূমি ‘সামবোৰ্ণ প্ৰাসাদ ( Schonbrum Palace ) তাহারা দর্শন করিলেন। প্ৰসাদের প্ৰত্যক্ষ কক্ষে নানাদেশের শিল্প ও কারুকাৰ্য্য সযত্নে রক্ষিত হইয়াছিল। তন্মধ্যে ভারত ও চীনদেশের দ্রব্য ছিল দেখিয়া স্বামিজী তুষ্ট হইলেন। সেখানকার যাদুঘরের বৈজ্ঞানিক শাখা ও ওলন্দাজ চিত্রকরদিগের ‘জীব প্ৰকৃতির অবিকল অনুকরণে” অঙ্কিত চিত্রাবলী স্বামিজীকে বিশেষ আকৃষ্ট করিয়াছিল। ভিয়েনায় তিনি তিন দিন ছিলেন, কিন্তু পারিসের পর ইউরোগের অন্য কোন সহর আর র্তাহার ভাল লাগে নাই। “পরিব্রাজকে” তাই তিনি লিখিয়াছেন ‘পারিসের পর ইউরোপ দেখা, চৰ্বচষ্য খেয়ে তেঁতুলের চাটনি টাকা ।” 2Sዒ ፭» RÍO