পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । ২৮শে অক্টোবব ভিয়েনা ত্যাগ কবিয়া কঙ্গেবী, সাভিয়া ধ্রুমানিয়া, বুলগেবিয়াল মধ্য দিযা ৩০শে তাৰিখে কনষ্টান্টনোপলে পৌছিলেন। এখানে চুঙ্গীব ( octrai ) হাঙ্গামায় তঁহাদিগকে বড় বিব্রত হইতে হইষাছিল। সবকাৰী কৰ্ম্মচাবীব তাহাদেব সঙ্গের সকল বহি কাগজ পত্ৰ পৰীক্ষা কবিয়া দেখিতে লাগিল। অবশেষে মাদামোযাজেল কালাভে ও জুল বোওযাব চেষ্টান্য দুইখানি ব্যতীত আর সব বই ফেবত পাওযা গেল। বহুদিন পবে। এ সহলে, “ছোলাভাজী” পাইযা স্বামিজীব মহা আনন্দ । পৌঁছানব দিন সন্ধাবোলা ও পাবদিন অনেক নূতন নূতন স্থান দেখিযা মিস ম্যাকলাউডেল সহিত নৌকা কবিয বসফোবসে বেড়াইতে গেলেন। সেদিন ভযানক শীত ও কনকনে বা তাস। সুতবাং তঁাহাবা স্থিৰ করিলেন বেণ ষ্টেশনেই নামিধা স্কুটাবী যাইবেন ও পেযস হ্যাসিস্তেব সঙ্গে দেখা কবিবেন । কিন্তু এ থে একটু মুস্কিল হইল। ভঁাকাদেব দুজনেব কেহই না জানেন তুকী ভাষা, না জানেন আববি। ইসাপ ও ইঙ্গিতে কোনৰূপে একটি নৌকা ভাড়া হইল ও তঁাহাবা গন্তব্যস্থানে পৌছিলেন। পোষব হ্যাসিন্থেব সঙ্গে দেখা ও অনেক কথাবাৰ্ত্ত হইল। থো সুফী দাববেশদিগেব বাসস্থান দেখিলেন। সুবিধামত জাযগা না পাওযাতে স্বামিজী সেদিন স্কুটাবী কাব্যবস্থানেই আহারাদি করিলেন। ম্যাকসিম সাহেবেব পবিচষপত্র-বলে ভিয়েনা ও কনষ্টান্টনোপল উভয়স্থানেই অনেক সম্প্রাত ও উচ্চপদস্থ ব্যক্তিব সহিত স্বামিজীর সাক্ষাৎ হইষাছিল। একদিন কনষ্টান্টিনোপলেব حس سيس