পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারি প্রদর্শনী ও ইউরোপ পৰ্যটন । ভারতে তাহার পরমবন্ধু ও প্রিয়শিষ্য মিঃ সেভিয়ার দেহত্যাগ করিয়াছিলেন। স্বামিজী অন্তরে আপনা হইতেই ইহা যেন, অনুভব করিতেছিলেন। সেইজন্য আরও শীঘ্ৰ ভারতে ফিরিয়া যাইবার জন্য অধীর হইয়া উঠিলেন। একদিন সহসা তিনি সঙ্গীদিগের নিকট আপন মনোভাব জ্ঞাপন করিলেন। তঁহার অভিপ্ৰায় অবগত হইয়া সকলেই অত্যন্ত দুঃখিত হইলেন। মাদাম ক্যালভে ক্যাথলিকদিগের প্রথামত র্তাহাকে “Mon Pere? ( আমার পিতা) বলিযা ডাকিতেন, মিস ম্যাকলাউডের নিকটও তিনি একাধারে গুবী ও বন্ধু ছিলেন এবং মসীয় বোওযা তাহাকে একজন গভীর চিন্তাশীল ও ঈশ্বরপ্রেরিত ব্যক্তি বলিয়া মনে করিতেন। সুতরাং কতক দুঃখে, কতক নিরুপায়ভাবে তাহারা র্তাহার আশীৰ্ব্বাদ গ্ৰহণ কবিয়া চিরদিনের জন্য তঁাহার নিকট হইতে বিচ্ছিন্ন হইলেন। প্ৰথম যে ষ্টিমার পাওয়া গেল তাহাতেই উঠিয়া তিনি ভারতযাত্ৰা করিলেন। যেদিন ষ্টীমার আসিয়া বোম্বাইয়ের উপকূলে লাগিল সেদিন তিনি আনন্দে আত্মহারা হইলেন। তঁহার স্বদেশ প্রত্যাগমনের বিষয় কেহই অবগত ছিল না, কারণ তিনি কাহাকেও সংবাদ না দিয়া মনের আবেগে হঠাৎ চলিয়া আসিয়াছিলেন। কেবল বোম্বাই হইতে কলিকাতা আসিবার পথে রেলের মধ্যে একজন তাহাকে চিনিতে পারেন। ইনি তঁাহার পূৰ্বপরিচিত বন্ধু বাবু মন্মথ নাথ ভট্টাচাৰ্য ( যিনি পরে মান্দ্রাজের : একাউণ্ট্যাণ্ট জেনারেল হইয়াছিলেন ) । স্বামিজী ইউরোপী পরিচ্ছদ পরিধান করিয়াছিলেন বলিয়া প্ৰথমে মন্মথবাবুও Sb3