পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ { কীৰ্ত্তির ভগ্নাবশেষ দর্শন করিয়াছিলেন। তন্মধ্যে এক্ৰ'পলিস, বিজয়া দেবীর মন্দির, পার্থিনন ও আরও অনেক উল্লেখযোগ্য স্থান ছিল। দ্বিতীয় দিবসে ও লিম্পিয়ান জুপিটারের মন্দির, ডাযোনিসিস বুঙ্গালয় প্রভৃতি এবং তৃতীয দিনে প্ৰাচীন ইলিউসিনীয় রহস্তসমূহের প্রধান আডিডা ইউলিসিস নামক বিখ্যাত স্থান দর্শন করিয়াছিলেন। এথেন্স ত্যাগ করিবাব পূৰ্ব্বে তিনি বিখ্যাত আগেলা দাসের (ইনি খ্ৰীঃ পূঃ ৫৭৬-৪৮৬ সালে বিদ্যমান ছিলেন) ক্ষে।দিত ভাস্কর-মুক্টিসমূহ এবং ফিডিযাস, মাইরন ও পলিক্‌লিটাস নামক তঁহার স্বনামধন্য শিষ্যত্ৰয নিৰ্ম্মিত জগদ্বিখ্যাত শিল্পনিদর্শনসমূহ প্ৰত্যক্ষ করিাছিলেন। এথেন্সে আসিবার চাৰিদিন পরে স্বামিজ" ‘জার’ নামক রুশীয় ষ্টিমালে চড়িা মিদার যাত্ৰা কবিলেন। এখানে কাষবোমিউসিয়াম দেখিযা তিনি সাতিশষ প্রীতিলাভ করিলেন এবং তাহার মনে অনুক্ষণ দোর্দণ্ডপ্ৰতাপ ফারাও সম্রাটুদিগের অতীত কীৰ্ত্তিকলাপের কথা উদাস হইতে লাগিল, পার্থিব পদার্থ সমূহের নশ্ববত্ব তাহার হৃদযে শুধু মায়ার লৌহবন্ধনের দৃঢ়তা স্মরণ কাবাইযা দিল। Sphinx (বিবাটি অঙ্কনরীসিংহী মূৰ্ত্তি ) ও পিরামিড সুমূহ তাহার মানসিক ক্লান্তি উৎপাদন করিল। মাত্র। সাম্রাজ্য, ঈশ্বৰ্য্য, ভোগ, নাম, যশ সকলই যে অসার অকিঞ্চিৎকর ইহা স্পষ্ট প্ৰত্যক্ষ হইতে লাগিল। সবাতাতেই যেন অরুচি আসিল । তিনি ভারতে ফিরিবার জন্য ব্যগ্ৰ হইলেন, আর কিছুতেই তৃপ্তি পাইলেন না। আর একটি ঘটনাও এ সময়ে এই ব্যগ্রতার পরিমাণ বৃদ্ধি করিল। সুদূর ՏեՀ