পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । তেন এবং তঁাহর যাহা কিছু দরকার হইত সম্পাদন করিতেন। সদানন্দম্বামী স্বামিজীর পোষাক পবিচ্চদ, লগেজের লিটবহুর এই সব লইয়া ব্যস্ত রহিলেন। প্রথম প্ৰথম স্বামিজী ছোট ছেলের মত বেশ আহলাদে কাটাইলেন । ভীমতালে। আহারাদির জন্য একবার থামা হইল। সন্ধ্যাব সময। তাহারা “ঢারি’ পৌছিলেন এবং সেইখানকাব ডাকবাঙ্গালায় বাত্রি যাপন করিলেন। পরদিন সকাল হইতেই বৃষ্টিপাত আৰম্ভ হইল এবং ভষ হইল। বোধ হয ববফও পড়িবে। সেদিন ১৫ মাইলেব এদিকে আর বিশ্রামের যায়গা নাই, অথচ বাহিব হইতে বেশ বেলা হইল। আকাশে ঘোব ঘনঘটা । বিকজানন্দ স্বামীব বড় উৎকণ্ঠ হইল, কারণ তঁাহাবই ঘাড়ে সকল দাযিত্ব। যদি ঠিক সমযে গন্তব্যস্থানে পৌছিতে না পারেন তাহা হইলে পথে বড় কষ্ট হইবে। স্বামিজীব জন্যই তঁাহাব প্ৰধান ভাবনা হইল। দুই মাইলেব পর হইতেই বৃষ্টি চাপিষা আসিল ও চারিদিক কুযাসাব্য অন্ধকার হইল । অল্প অল্প বরফও দেখা দিল। তাহতে পথঘাট আচ্ছন্ন হইল না বটে, কিন্তু ক্ৰমেই বেশী বরফ পড়িতে আরম্ভ করিল। স্বামিজী গ্ৰাহও কবিলেন না, ববং বেশ আমোদ বোধ করিতে লাগিলেন এবং সুইজাবলণ্ড প্ৰভৃতি দেশে বরফ পড়িলে কিরূপ হয তাহার গল্প কবিতে লাগিলেন। তারপব ক্ৰমশঃ বেশী ব্যবফ পড়াতে নামিবাব সময ডাণ্ডীবাহকদের পদস্থলন হইতে লাগিল। তথাপি স্বামিজী গ্ৰাহা করিলেন না । বরং তিনি আরও ক্ষুৰ্ত্তিব সহিত তাহাদিগকে উৎসাহিত করিা AYA a