পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । আশ্রমাভিমুখে ছুটিাইলেন। তঁাহাব অভ্যর্থনাব জন্য আশ্রম পত্রপুষ্পে সজ্জিত কবা হইয়াছিল এবং দ্বাবে মঙ্গলঘট স্থাপিত হইয়াছিল। বহুদিন পবে তেঁাহাব সঙ্গলাভ কবিয সকলেব হৃদয়ে অসীম আনন্দ উচ্ছসিত হইয়া উঠিল। দুৰ্ভাগ্যক্রমে তিনি যে কযদিন মাযাবতীতে ছিলেন সে কয়দিন ক্ৰমাগত বৰফ পডিযাছিল, সুতবাং ইচ্ছাসত্বেও তিনি বেশ দূব বেড়াইতে পাবিতেন না। উপবোব। এবাটি ঘবে তাহাব স্থান নির্দিষ্ট হইযছিল। কিন্তু সেখানে বড় ঠাণ্ড বোধ হওযাতে নীচেব ঘবে একটা বড় অগ্নিকুণ্ড ছিল বলিযা সেখানে , নামিযী আসিলেন। ১৮ই পয্যন্ত তিনি মাযাবতীতে অবস্থান কবিযাছিলেন। ৬ই চম্পাওয়ৎ হইতে কতকগুলি লোক তঁহাকে দর্শন কবিতে আসিল । তীবপব ৯হ চীব পানি হইতে মিঃ বীডন ( বাঙ্গালাব ভূতপূৰ্ব্ব ছোটলাট তনষ নামক চা বাগানেব এক সাহেব আসিলেন । ত৷<পিব ১ঙ্ক আসিলেনতহশীলাদাব সাহেব ও তঁাহাব সঙ্গে আব্ব কযজন লোক। ১ গই জানুয়াবী তাহার জন্মদিন। সেদিন তিনি ৩৮ বৎসবে পদার্পণ করিলেন। পাবদিন মিঃ সেভিযাবেব জন্মদিন। বাচিষ থাকিলে সেদিন তঁাহাব বয়স ৫৬ বৎসব হইত। স্বামিজী যে কযদিন মায়াবতীতে বহিলেন সে কষদিন আশ্রমে আনন্দোব পবিসীমা বহিল না। র্তাহাৰ শ্ৰীমুখেব নিত্য নূতন বচনপবষ্পবা, নব নব নিতুষ্ট নব' কথাবাৰ্ত্ত আশ্রমবাসীদের মন প্ৰাণ শীতল কবিতে লাগিল। যে কথায় তন্দ্ৰা কাটে, জড়ত ছুটে, মোহ দূৰ হয়, হৃদয় নাচিয়া উঠে, ধমনীতে ని