পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । জিনিষকে মানা বা শ্রদ্ধ করা বিশেষ দরকার-১ম, যে ব্ৰত গ্ৰহণ করিয়াছে, ২য়, যে সম্প্রদায়ভুক্ত হইয়াছে, ৩য়, যিনি কেন্দ্রের অধ্যক্ষ বা মঠাধীশ। আশ্রমেব কাৰ্য্য কিরূপ ভাবে নিৰ্বাহ করা উচিত এ সম্বন্ধে তিনি স্বরূপানন্দ স্বামীৰ নিকট একদিন স্বীয় মতামত ব্যক্তি করিযাছিলেন ও সঙ্গে সঙ্গে স্বৰূপানন্দকে খুব উৎসাহ ও তেজের সহিত কী সকল বিষয্য কাৰ্য্যে পৰিণত কবিবার পরামর্শ দিতে ছিলেন। স্বরূপানন্দ বলিলেন যে তিনি নিজে লৈ ভাবে কাৰ্য্য করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতে পারেন বটে, কিন্তু যদি মঠের অন্যান্য সন্ন্যাসীরা তাহার সহিত একযোগে কাৰ্য্য না কবেন ও অন্ততঃ তিন বৎসব একস্থানে স্থায়ী হইবারঞ্জামাশা না থাকে। তবে কী সব কাৰ্য্য তঁাহাব দ্বাৰা সম্পন্ন হওয অসম্ভব । স্বামিজী স্বৰূপানন্দের মনোভাব বুঝিলেন এবং সকলে একত্ৰিত হইলে লৈ কথা উত্থাপিত করিলেন। তঁহার অভিপ্ৰায অবগত হইয়া সকলেই উহাতে সম্মতি প্ৰকাশ করিলেন। কেবল স্বামী বিরক্তানন্দ অতিশষ বিনীতভাবে কিছুদিন স্থানান্তরে অবস্থান করিয়া ধ্যান ধারণা ও মধুকরী ভিক্ষায় দিন যাপন করিবার বাসনা জানাইলেন। স্বামিজী মাধুকরী’র কথা শুনিযা উহা হইতে প্ৰতিনিবৃত্ত হইবার জন্য বিরজানন্দকে পুনঃ পুনঃ সতর্ক করিলেন এবং বলিলেন “আমাদের experience ( অভিজ্ঞতা ) tথকে শেখ । অত কষ্ট সহ ক’রে শরীরটা মাটি করিাসনি। আমরা শরীরটাকে বেজাৰ্য্য কষ্ট দিয়েছে, তার ফল হয়েছে, কি ? -T, 3Gis at 13 cits sie, -the best years ତପଃr