পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ। বসিয়া তিনি গভীর আবেগের সহিত শ্ৰীশ্ৰীল্পামকৃষ্ণদেবের প্রসঙ্গ করিতে লাগিলেন। বলিলেন—তাঁর অন্তদৃষ্টি খুব তীক্ষ ছিল, আর লোকচরিত্র জ্ঞানও অসাধারণ ছিল। যার সম্বন্ধে যা বলতেন সেটা একেবারে কঁাটায় কাটায় মিলে যেতো। তঁর শিষ্যদের জনকতককে তিনি ঈশ্বরকোটী ব’লে নির্দেশ কীৰ্ব্বতেন আর সাধারণ জীবদের বলতেন ‘জীবকোটি।" ঈশ্বরকোটিদের তুলনায় জীবকোটীদের আসন অনেক নীচে দিতেন। বলতেন ঈশ্বরকোটি আচাৰ্য্যস্থানীয়, লোকশিক্ষার জন্যই তার দেহ ধারণ। আমি অনেকবার ওকথাটা test ( পরীক্ষা ) ক’রে দেখেছি। তঁর কথা একটুও বেঠিক হয় নি। যাদের তিনি ঈশ্বরকোটি বলতেন সব সময় হয় তো তাদের সঙ্গে আমার মতে মেলে না, কি হয় তা অনেক সময় তাদের কড়া কথাও বলতে হয়, কিন্তু তারা যে প্রকৃতই উন্নত-শ্রেণীর আত্মা, তার আর সন্দেহ নেই।” বলিতে বলিতে বক্তৃতার ভাব আসিল, চক্ষু দুটি জলিয়া উঠিল, মুখমণ্ডল অপূৰ্ব জ্যোতিতে মণ্ডিত হইয়া উঠিল। fift it; its eiters ifican "And above all, above all, I am loyal I am loyal to the core of my heart !” (আর যতই যাই হোক, যতই যাই হোক-আমি তাঁর আদর্শ থেকে একচুল ভ্ৰষ্ট হই নি—অন্তরের সঙ্গে তাকে মেনে চলেছি) । অনেক দিন পূর্বে আর এক সময়ে ঈশ্বরকোটদের সম্বন্ধে তিনি বলিয়াছিলেন “তাদের আমি যত বিশ্বাস করি, আর কাউকে তেমন করি না। আমি জানি যদি পৃথিবী শুদ্ধও আমায় ছেড়ে পালায়। তবু তারা আমায় কখনও ছাড়বে। to ove