পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়াবতী দশম । দেখিতে পাইয়া ব্যস্ত হইযা উঠিলেন। পথে একজনকে জিজ্ঞাসা করিয়া জানা গেল ঘোড়া কিছু দূরে উচ্ছঙ্খল হইষা সওয়ার সমেত মাঠের মধ্যে দৌড়াইযাছে। সকলে তখন অবতবণ করিষা, সেই দিকে যাইতে লাগিলেন। খানিক পরেই দেখা গেল সদানন্দ ঠাকুর ঘোড়া হাকিযে আসছেন। ঘোড়া বেচার কায়দা হযে পড়েছে । স ওষারকে এবং মধ্যে একবার ফেলে ও দিয়েছিল, কিন্তু সম্ভাগ্যক্রমে কোন আঘাত লাগে। নাই । এই ঘটনায় স্বামিজীব অ্যাব একদিনের কথা মনে পড়িল । স্বামিজী তখন থে চড়িতে। সদানন্দ একটা ভয়ানক দুষ্ট ঘোড়ায্য চড়িযছেন। বাজবাটীৰ ছদ হইতে স্বামিজী, মহারাজ ও অন্যান্য সকলে একদৃষ্টি তাঙ্কাৰ দিকে চাহ্যিা আছেনসদানন্দ সেহ বঙ্গজাত থোড়ীব্য চড়িষ। তাঁরবেগে ছুটিয়াছেন, কিন্তু BBB S S BBB S uBBut BBD S SBBDB SDBYSS S SDBBD সেদিন সদানন্দ স্বামীর অশ্বাৰোহণ-দক্ষিত দেখিযা বুলি যাছিলেন। “সদানন্দ বাবা, তুমিই আমার ঠিক মবেদ শিষ্য ।” টািনকপুর হষ্টতে তিন মাহলৈ যাঙ্গলে মেজর হেনেসী ( Major Hennessy ) আসিয়া স্বামিজীকে অভ্যর্থনা করিলেন। তিনি আপনি বাংলা হইতে স্বামিজীকে লক্ষ্য করিযী দ্রুতগতি তাহার সাহিত দেখা কবিতে আসিযাছিলেন। বেলা ২টার সময় খাতিমায় পৌঁছান হইল। সেদিন সন্ধ্যাব সময় স্বামিজী শিবানন্দ স্বামীকে বলিলেন “মহাপুরুষ ( ঈনি এখনও এই নানে মঠে” সকলের নিকট পরিচিত) তুমি পিলিভিতে আমাদের ছেড়ে একলা বেলুড় মঠের জন্য অর্থসংগ্ৰহ কৰ্ত্তে যাবে।” ঐ প্রসঙ্গেই 9 o o CSS