পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । করিয়াছিলেন। শরৎবাবুলী ঘটনার উল্লেখ করিয়া স্বামিজীকে জিজ্ঞাসা করিলেন-“শুনলাম, আপনি নাকি নাগমহাশয়ের বাড়ী গিয়াছিলেন ?” স্বামিজী। হাঁ। অমন মহাপুৰুষ-এতদূর গিয়ে তঁর জন্মস্থান দেখাব না ? নাগমহাশয্যের স্ত্রী আমায় কত রোধে খাওযালেন। বাড়ীখানি কি মনোরম ! যেন শান্তির আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সঁাতার কেটে নেযেছিলুম। তাবপত্র এসে এমন নিদ্রা দিলুম যে বেশী ২॥০টা । আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হযেছে, নাগমহাশয়ের বাড়ীর নিদ্রা তার মধ্যে একদিন। তারপর উঠে প্ৰচুৰ আহার। নাগমহাশয়ের স্ত্রী একখানা কাপড় দিযেছিলেন। সেইখানি মাথাব্য বেঁধে ঢাকায রওনা হলুম। নাগমহাশয়েব ফটাে পূজা হয় দেখলুম। র্তার সমাধিস্থানটি বেশ ভাল কবে রাখা উচিত। এখনও, যেমন হওয়া উচিত, তেমন হয়নি। তার কারণ সেই মহাপুৰুষকে ওদেশের লোকে এখনও ভাল ক’রে বুঝতে পারেনি। যারা তাঁর সঙ্গ পেযেছে তারাই ধন্য হয়েছে।” SeSV)