পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণ ভারতে । ও গৌরব অনুভব করিযাছি। আপনি অপূৰ্ব্ব বাগ্নিতা সহকারে ও 'অভ্ৰান্ত স্পষ্ট ভাষায্য ইউরোপ ও আমেরিকায় শিক্ষিত ব্যক্তিগণেব নিকট ঘোষণা করিষাছেন ও তঁাতাদিগের হৃদয়ে দৃঢ় বিশ্বাস করাইযা দিযাছেন যে, হিন্দুধৰ্ম্মই আদর্শ সাৰ্ব্বভৌমিক ধৰ্ম্ম এবং উহা সকল জাতি ও সকল ধৰ্ম্মাবলম্বী নবনারীরই প্ৰকৃতির উপযোগী । আপনি মহানিঃস্বাৰ্থ ভাবের প্রেরণাষ মহোচ্চ উদ্দেশ্য প্ৰাণে লইযা ও মহা স্বাৰ্থত্যাগ করিষা বহু দেশ, নদ নদী সমুদ্র ও মহাসমুদ্র পার হঈষা অতুলা ঈশ্বৰ্য্যশালী ইউরোপ ও আমেরিকায় সত্য ও শান্তির সংবাদ বহন করিষাছেন এবং ভারতীয আধ্যাত্মিকতাৰ জন্য পতাকা উড়াইয়াছেন। আপনি উপদেশ ও জীবন উভয়তঃ সাব্বভৌমিক লাতৃভাবেব প্ৰযোজনীযতা ও কাৰ্য্যে পরিণতির সম্ভাবনীয়তা দেখাইসাছেন। সর্বোপরি, আপনার পাশ্চাত্য প্রদেশে প্রচারের ফলে গৌণভাবে ভারতের উদাসীন পুত্ৰকন্যাগণের প্রাণেও অনেক পরিমাণে তাহদের পূৰ্ব্বপুরুষদের আধ্যাত্মিক মকৃষর ভাব জাগরিত কইয়াছে এবং তাঙ্কাদের পরম প্রিয় অমূল্য ধৰ্ম্মের চর্চা ও অনুষ্ঠানে একটা সমান্তবিক আগ্ৰহ জম্মিয়াছে । এইরূপে প্ৰাচ্য ও পাশ্চাত্য উভয় প্রদেশের আধ্যাত্মিক পুনরুত্থানের জন্য আপনি যে নিঃস্বাৰ্থভাবে পরিশ্রম করিয়াছেন, তজ্জন্য আপনার প্রতি বাক্যের দ্বারা কৃতজ্ঞতা প্ৰকাশ করিতে আমরা অক্ষম। আপনার অন্যতম অনুরক্ত শিষ্য, আমাদের রাজার প্রতি আপনি যে বরাবরই পরম অনুগ্রহ প্ৰকাশ করিয়া আসিতেছেন, একথা উল্লেখ না করিলে এই অভিনন্দন পত্ৰ অসম্পূর্ণ থাকিয়া যায়। আপনি অনুগ্রহপূর্বক তাহার রাজ্যে Xჯეt:"ა