পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । প্ৰশংসা করিয়া একটি ক্ষুদ্র বক্তৃতা করিলেন এবং তঁহার স্রাতা রাজা দিনকর সেতুপতিকে রামনাদবাসীর পক্ষ হইতে স্বামিজীকে প্রদত্ত নিম্নলিখিত অভিনন্দন পত্ৰ পাঠ করিতে বলিলেন। পাঠ শেষ হইলে পত্ৰখানি বিচিত্র কারুকাৰ্য্য খচিত একটি সুবৰ্ণ মণ্ডিত পেটিকায করিয়া স্বামিজীর হস্তে উপহার স্বৰূপ প্ৰদান कब्रो झझेल । झन्न ऊठिन्न् | শ্ৰীপরমহংস যতিরাজ দিগ্বিজয় কোলাহল সক্ষমতাসম্প্রতিপন্ন পরামযোগেশ্বর শ্ৰীমদ্ভগবচ্ছত্রীরামকৃষ্ণপবমহংসকবকমলসঞ্জাত রাজাধিরাজ সেবিত শ্ৰীবিবেকানন্দ স্বামি পূজ্যপদেষু— স্বামিন! এই প্রাচীন ঐতিহাসিক সংস্থান সেতুবন্ধ রামেশ্বর বা রামনাথ পুরম বা রামনাদের অধিবাসী আমরা আমাদের এই মাতৃভূমিতে সাম্বরে সুপনাকে স্বাগত সম্ভাষণ করিতেছি। যে স্থানে সেই মহাধৰ্ম্মবীর আমাদের পরম ভক্তিভজন প্ৰভু শ্ৰীভগবান রামচন্দ্রের পদার্পণে পবিত্র হইয়াছে সেইস্থানে ভারতে প্রথম পদার্পণের সময় আমরা যে প্ৰথমেই আপনাকে আমাদের হৃদয়ের শ্রদ্ধা ভক্তি অৰ্পণ করিতে সমর্থ হইয়াছি, ইহাতে আমরা আপনাদিগকে মহা সৌভাগ্যশালী জ্ঞান করিতেছি। আমাদের মহান সনাতন ধৰ্ম্মের প্লেকৃত মহত্ব পাশ্চাত্যদেশের মনীষিগণের চিত্তে দৃঢ় রূপে মুদ্রিত করিয়া দিবার জন্য আপনি যে চেষ্টা করিয়াছেন, তাহ অতীব প্ৰশংসাৰ্থ এবং ঐ চেষ্টায় যে জন্মভূতপূৰ্ব সুফল ফলিয়াছে, তাহাতে আমরা অকপট আনন্দ Sea