পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਗਰਰਜਜ এখন আর জলের কথা মনেও আসেন।” দৃঢ়চেতা পুরুষের নিকট সকলই সম্ভব। যদিও তিনি বেশ জানিতেন। কবিরাজী চিকিৎসায় তাহার বিশেষ কোন উপকার হইবেন তথাপি শুধু গুরুভাইদের সন্তোষার্থ এই কঠোর নিয়ম পালন করিতে লাগিলেন। মাসাবধি কেবল দুধ খাইয়া রহিলেন, আদৌ জলপান করিলেন না। এমন কি, মুখ ধুইবার সময়েও একবিন্দু জল গলাধঃকরণ হইতনা। কণ্ঠপেশীসমূহ আপনিই রুদ্ধ হইয়া যাইত। তিনি বলিতেন ‘‘এখন আমি চেষ্টা করিলেও আর জল খাইতে পারি না। দেহ মনের সম্পূর্ণ বাধ্য হ’য়ে পড়েছে।” বাস্তবিক শারীরিক দৌর্বল্য এবং স্বাস্থ্যনাশ সত্ত্বেও স্বামিজীর ইচ্ছাশক্তির কিঞ্চিম্মাত্ৰও হ্রাস হয় নাই। তিনি নিজেও তাহা অনুভব করিয়া বলিতেন ‘দেখছি এখনও যা মনে করি সেটা কৰ্ত্তে পারি।” দুইমাস কবিরাজী চিকিৎসার পর শরীরের কতক উপকার হইল। সেপ্টেম্বরে তিনি প্ৰত্যহ প্ৰাতে ও বৈকালে আলখাল্লা ও কানটুপী পরিয়া একটা মােটা লাঠি হাতে গ্রাও ট্রাঙ্ক রোড পৰ্য্যন্ত ভ্ৰমণ করিতে পারিতেন। সঙ্গে অধীশ্য গুরুভাই বা শিষ্যদের কেহ না কেহ থাকিতেন । এইকালে কবিরাজী ঔষধের কঠোর নিয়ম পালন করিতে যাইয়া স্বামিজীর আহার অত্যন্ত কমিয়া গিয়াছিল। তাহার উপর নিদ্রাদেবীও তাহাকে বহুকাল হইতেই এক প্রকায় ত্যাগ করিয়াছিলেন। কিন্তু তথাপি এই অনাহার অনিদ্রার মধ্যেও স্বামিজীকে বহুচেষ্টা সত্বেও সম্পূর্ণ শ্রমবিরত রাখিতে পারা যায় নাই। কেবলমাত্র অধ্যয়নানুরাগ বশতঃ তিনি কিরূপ S aðds