পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেলুড় মঠে । অধ্যবসায় সহকারে পরিশ্রম করিতেন তাহা শুনিলে বিস্মিত হইতে হয়! স্বামীশিষ্য-সংবাদ প্ৰণেতা লিখিতেছেন-“কয়েকfra gès, sic Sa Encyclopædia Britannica CFR হইয়াছে। নূতন ঝকঝকে বইগুলি দেখিয়া, শিষ্য স্বামিজীকে বলিল, “এত বই এক জীবনে পড়া দুৰ্ঘট।” শিষ্য তখনও জানেন যে স্বামিজীী ঐ বইগুলির দশখণ্ড ইতিমধ্যে পড়িয়া শেষ করিয়া একাদশ খণ্ডখানি পড়িতে আরম্ভ করিয়াছেন। স্বামিজী। কি বলছিস্ ? এই দশখানি বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞাসা করু—সব বলে দেব। শিষ্য অবাক হইয়া জিজ্ঞাসা করিল,-“আপনি কি এই বইগুলি সব পড়িয়াছেন ?” স্বামিজী। না পড়লে কি বলছি ? অনন্তর স্বামিজীর আদেশ পাইয়া, শিষ্য ঐ সকল পুস্তক হইতে বাছিয়া বাছিয়া কঠিন কঠিন বিষয় সকল জিজ্ঞাসা করিতে লাগিলেন। আশ্চর্য্যের বিষয়-স্বামিজা ঐ বিষয়গুলির পুস্তকে নিবদ্ধ মৰ্ম্ম ণ্ঠ বলিলেনই-তাহার উপর স্থানে স্থানে ঐ পুস্তকের ভাষা পৰ্যন্ত উদ্ধত করিয়া বলিতে লাগিলেন। শিষ্য ঐ, বৃহৎ দশখণ্ড পুস্তকের প্রত্যেকখানি হইতেই দুই একটি বিষয় জিজ্ঞাসা করিল এবং স্বামিজীর অসাধারণ ধী ও স্মৃতিশক্তি দেখিয়া অবাক হইয়া বইগুলি তুলিয়া রাখিয়া বলিল-“ মানুষের শক্তি নয়।” لیه স্বামিজী। দেখলি, একমাত্ৰ ব্ৰহ্মচৰ্য্য পালন रुि स्!ि করতে পাৰ্ব্বলে, সমস্ত বিদ্যা মূহুৰ্ত্তে আয়ত্ত হয়ে যায়—শ্ৰীতিধর, { Sočo