পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেলুড় মঠে । লোককল্যাণ-কামনায়, সাধনায় ও জিতেন্দ্ৰিয়তায় স্বামিজীর তুল্য সর্বজ্ঞ সৰ্ব্বদর্শী মহাপুরুষ বৰ্ত্তমান শতাব্দীতে আর কেহই জন্মগ্রহণ করেন নাই । ভারতের ভবিষ্যৎ বংশাবলী ইহা ক্ৰমে বুঝিতে পরিবে। তঁহার সঙ্গলাভ করিয়া আমরা ধন্য ও মুগ্ধ হইয়াছি বলিয়াই এই শঙ্করোপিম মহাপুরুষকে বুঝিবার ও তােদাদর্শে জীবন গঠন করিবার জন্য জাতি-নির্বিবশেষে ভারতের যাবতীয় নরনারীকে আহবান করিতেছি। জ্ঞানে শঙ্কর, সহৃদয়তায় বুদ্ধ, ভক্তিতে নারদ, ব্ৰহ্মজ্ঞতায় শুকদেব, তর্কে বুহম্পতি, রূপে কামদেব, সাহসে অৰ্জ্জুন, এবং শাস্ত্ৰজ্ঞানে ব্যাস তুল্য স্বামিজীর সম্পূর্ণতা বুঝিবার সময় উপস্থিত হইয়াছে। সৰ্ব্বতোমুখী প্ৰতিভাসম্পন্ন শ্ৰীস্বামিজীর জীবনষ্ট যে বর্তমান যুগে আদৰ্শরূপে একমাত্র অবলম্বনীয় তাহাতে আর সন্দেহ নাই। এই "সমন্বয়াচাৰ্য্যের সর্বমতাসমঞ্জস্যা ব্ৰহ্মবিদ্যার তমোনাশী কিরণজালে সসাগরা ধরা আলোকিত হইয়াছে। হে ভ্ৰাতঃ ! পূৰ্ব্বকাশে এই তরুণারুণাচ্ছটা দৰ্শন করিয়া জাগরিত হও, নবজীবনের প্রাণস্পন্দন অনুভব কর!” oS