পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्षार्की दिाबकाममा । কি অধঃপাতে যাবে ?-কবিকল্পনাও এ ছবি আঁকতে হার মেনে যায়! ডমিক শিঙ্গা বাজাতে হবে, ঢাকে ব্ৰহ্মরুদ্রতালেরা দুন্দুভিনাদ তুলতে হবে “মহাবীর মহাবীব’ ধ্বনিতে এবং ‘হর হর। বোম বোম’ শব্দে দিগেদশ কম্পিত কত্তে হবে । যে সব music এ (গীতবাদ্যে) মানুষের soft - feelings ( হৃদযের কোমল ভাবসমূহ ) উদ্দীপিত করে, সে সকল কিছুদিনের জন্য এখন বন্ধ রাখতে হবে। খেযাল টপ্পা বন্ধ কবে, ধ্রুপদ গান শুনতে লোককে অভ্যাস করাতে হবে। বৈদিক ছন্দের মেঘমন্দ্ৰে দেশটার প্রাণসঞ্চাব কত্তে হবে। সকল বিষযে বীরত্বেব কঠোর মহাপ্ৰাণত আনতে হবে। এইকব ideal follow (আদর্শেব অনুসরণ ) করলে তবে এখন জীবেৰ কল্যাণ-দেশেব কল্যাণ ।” এই বলিয়া তিনি শিষ্য শরৎবাবুকে সম্বোধন কবিয বলিতে লাগিলেন “তুই যদি এক থৈ ভাবে চরিত্র গঠন কত্তে পাকিস, তাহ’লে তোর দেখাদেখি হাজার লোক ঐকম্প কত্তে শিখবে। কিন্তু দেখ্রিস্ ideal { ঐ আদর্শ) থেকে কখন যেন এক পী হটসনি, কখন হীন সাহস হবিনি। খেতে, শুতে, পরতে, গাইতে,- বাজাতে, ভোগে, রোগে,- কেবলই - সুৎসাহসের_প্ররিচয় দিবি । তবে তৃ মহাশক্রির রূপা হবে।” শরৎবাবু বলিলেন “মহাশষ, এক এক সমযে কেমন হীন,সাহস কইষা পড়ি।” স্বামিজী। তখন এইৰূপ ভাবৃবি-“আমি কার সন্তান ?-- পৃষ্ঠার কাছে গিয়ে আমার এমন হীনবুদ্ধি-হীন সাহস !” হাঁন বুদ্ধি, হীন সাহসের মাথায় লাথি মেরে, “আমি বীৰ্য্যবানা-আমি মেধাবান-আমি ব্ৰহ্মবিৎ-আমি প্রজ্ঞাবান’ বলতে বলতে o go