পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । কথা মনে নাই ! বৰ্ত্তমান জগতের একটি উদীয়মান এবং উন্নতি প্ৰয়াসী মহাজাতিব ধৰ্ম্মকামনা চরিতাৰ্থ করিবার জন্য অপরিমিত মানসিক উৎসাহ যেন তঁহার রুগ্ন শরীরকেও বলীয়ান করিযা তুলিল। তিনি অভ্যাগতদ্বয়ের সহিত শ্ৰীবুদ্ধের মানবহিতায় মহান আত্মত্যাগের কাহিনী এবং তৎপ্রচারিত শিক্ষাসমূহেব দার্শনিক তত্ত্ব এরূপ গভীর শ্ৰদ্ধা ও সুক্ষ্মমীমাংসাব সহিত আলোচনা কবিতে লাগিলেন যে তাহারা তাহার প্রশস্ত হৃদয় ও সৰ্ব্বতোমুখী প্রতিভা দেখিযা বিস্মধ্যে অভিভূত হইলেন। তাহারা যে কযদিন মঠে অতিবাহিত করিলেন সে কযদিন -পবম সুখেই কাটিল । তঁহাদেব সহিত ‘হোরি’ বলিষ্যা একটী বালক ভূত্য আসিয়ছিল । সে স্বামিজীকে বড় ভক্তি কবিতা ও ভালবাসিত । স্বামিজীও তাহাকে স্নেহ করিতেন এবং বালকের ন্যান্য তাঙ্কার সহিত ক্রীড়া কৌতুক করিতেন। কিছুদিন পবে ভারতবর্ষের অন্যান্য স্থানে পদ্মণ করিতে করিতে এই বালকেব মৃত্যু হয। স্বামিজী সে সংবাদে বড়ই দুঃখিত হইযাছিলেন । কিয়দিন মঠে যাপন করিবাব পর মিঃ ওকাকুরা স্বামিজীকে তঁহার সহিত বুদ্ধগয়া দর্শন করিতে যাইবার জন্য অনুবোধ কবিলেন । ইতিপূর্বে স্বামিজীী ৬ কাশীধাম যাত্রার অভিলাষ ব্যক্তি করাতে সেখানে তঁাহার গোপাললাল ভিলায় থাকিবাব বন্দোবস্তু ঠিকঠাক হইয়াছিল । সুতরাং তিনি উক্ত জাপানী ভদ্রলোকটির প্রস্তাবে সম্মত হইয়া স্থির করিলেন প্ৰথমে বুদ্ধগযৗষ ও পরে বারাণসীতে গমন করিবেন। এই তাহার শেষ ভ্ৰমণ । Se y