পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন প্রান্তে । স্বামিজী বুদ্ধগয়ায় উপস্থিত হইলে সেখানকার মোহন্ত মহারাজ তাহাকে সযত্নে নিজগৃহে স্থানদান করিলেন। বিশ্ববিশ্রাতকীৰ্ত্তি স্বামী বিবেকানন্দের নাম তিনি বহুদিন হইতে শুনিয়া আসিতেছিলেন। কিন্তু তঁাহাকে যে কখনও অতিথিরূপে DBDDBBDS SuBB BDuD BHD BB DDD S DDB DDBDBDB স্বামিজীর উপস্থিতিতে তিনি যৎপরোনাস্তি হৃষ্ট হইয়া খাহাতে তঁহার কোন প্রকার অসুবিধা না হয় তাহার সমুচিত বন্দোবস্ত করিয়া দিলেন। সেই স্থানের ও পার্শ্ববৰ্ত্তী স্থানসমূহ হইতে বহু ব্যক্তি এই সুযোগে স্বামীজীকে দর্শন করিবার নিমিত্ত মোহন্ত জীয় মঠে প্ৰত্যহ আগমন করিতে লাগিলেন। স্বামিজী বোধগয়া ও তন্নিকটস্থ সমুদয় প্রাচীন স্থান দৰ্শন করিয়া বৌদ্ধযুগের সম্বন্ধে অনেকগুলি তথ্য সংগ্ৰহ করিলেন এবং একদিন ভগবান শ্ৰীবুদ্ধের পবিত্ৰ সাধনপীঠ বোধিদ্রুমমূলে গভীর সমাধি মগ্ন হইলেন। সেই একদিন আর এই একদিন । জীবনের প্ৰথম প্ৰভাতালোকে আবেগোন্মত্ত হৃদয়ে সমাধিকামী তরুণ সাধকের সেক্ট একদিন এইখানে বসিয়া তথ্যাগতের চরণালিঙ্গন প্ৰয়াস, আর আজিকার এই জীবনের ঘন সন্ধ্যাচ্ছায়ে সৰ্ব্ব অ্যাকাঙ্ক্ষানিঃশেষিত, সৰ্ব্বকামনা বিনিবৃত্ত, শাস্ত, আচঞ্চল, বিক্ষোভহীন, ধীর, স্থির, সমাহিত হৃদয়ে আত্মস্বরূপে অবস্থিতি ! কি উদ্দেশ্যে এ গভীর ধ্যান কে বলিবে ? আমরা আমাদের ক্ষুদ্রবুদ্ধি ও স্থূলদৃষ্টি লইয়া সে সীমাহীন অতলস্পর্শ সমুদ্রের পরিমাপ করিবাবু বৃথা প্ৰয়াস করিয়া কি করিব ? তারপর বারাণসীতে। এখান হইতে মিঃ ওকাকুরা তাহার S est Sህ”