পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন প্রান্তে । লেন। দুই তিন জন শারীরিক অসুস্থতার কথা জানাইলেন। আর কেহ সন্তোষজনক উত্তর করিতে পারিলেন না । তঁহদের মধ্যে স্বামিজীর একজন গুরুভাইও ছিলেন। কিন্তু সেদিন কেহই নিস্তার পাইলেন না। তখনই হুকুম হইয়া গেল, যাহাদের শরীর অসুস্থ ছিল তাহারা ব্যতীত আর কেহই সেদিন মঠে আহার করিতে পাইবেন না, ভাণ্ডারীকে বলিয়া দিলেন যেন তঁহাদের জন্য চাল ডাল ইত্যাদি না লওয়া হয়। র্তাহারা পাশ্ববৰ্ত্তী গ্রামে গিয়া ভিক্ষা করিয়া আহার করিবেন, এমন কি কলিকাতার কোন বন্ধুবান্ধবের বাটীতে যাওয়াও নিষিদ্ধ হইল। অগত্যা সেদিন যাহারা যাহারা ধ্যান করিতে যান নাই তাহাদের সকলকেই ভিক্ষায় বহির্গত হইতে হইল। এত কঠোরতা --কিন্তু এদিকে আবার স্বামিজীর হৃদয় এমন কোমল যে র্তাহারা মঠ হইতে অনাহারে বাহির হইয়া যাইবেন এ দৃশ্য সহস্থা করিতে পরিবেন না বলিয়া তিনি তৎক্ষণাৎ কৰ্ম্ম উপলক্ষ করিয়া কলিকাতায় চলিয়া গেলেন। পরদিন আসিয়া জিজ্ঞাসা করিলেন কাহার ভাগ্যে কি জুটিয়াছিল। তখন খুব সদয়ভাব ও স্নেহময় ব্যবহার! খুব হাসি তামাসা চলিতে লাগিল। যাহারা তাহার গুরুভ্রাতার সঙ্গ লইয়াছিলেন। তঁহারা মঠ হইতে তিন মাইল দূরে সালকিয়ার একজন মাড়োয়ারী বণিকের বাটীতে চৰ্ব্বচোষ্য আহার করিতে পাইয়াছিলেন শুনিয়া স্বামিজীী আহিলাদে আটখানা। আবার কাহারও কাহারও অদৃষ্ট ভালরূপ জুটে নাই শুনিয়া তাহা লইয়াও আমোদ করিতে লাগিলেন । °Co气>