পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । স্বামিজী নিজে রাত্রি তিনটার সময় বিছানা হইতে উঠিতেন, ঠাকুরঘরে তঁহার জন্য একটি স্বতন্ত্র আসন নির্দিষ্ট থাকিত । তিনি তদুপরি উত্তরাস্ত হইয়া বসিতেন। আর সকলে কিঞ্চিৎ দূরে দূরে তাহাকে বেষ্টন করিয বসিতেন। তিনি না উঠিলে কাহারও আসন ত্যাগ করিবার অধিকার ছিল না। অনেক সময়ে ধ্যান করিতে করিতে দুই ঘণ্টারও উপর অতিক্রান্ত হইয়া যাইত। তাহার পর তিনি ‘শিব’, ‘শিব’ উচ্চারণ করিতে করিতে গ্রাত্ৰোখান করিতেন। এবং শ্ৰীরামকৃষ্ণদেবকে প্ৰণাম করিয়া নীচে নামিয়া আসিয়া উঠানে পাযচারী করিতেন, কখনও বা শ্যামাসঙ্গীত বা শিবসঙ্গীত বা অন্য কোন ধৰ্ম্মবিষয়ক গান গাহিতেন। স্বামী ব্ৰহ্মানন্দ একবার বলিয়াছিলেন। “আহা ! নরেনের সঙ্গে ধ্যান কন্দ্বতে বসলে কি তন্ময়ত আসে ! একলা বসলে ঠিক আমনটি হয় না।” এই কালে স্বামিজী নিজে যদি কোন দিন শারীরিক অসুস্থত বশতঃ ধ্যানঘরে উপস্থিত হইতে না পারিতেন, তাহা হইলেও আর সকলে উপস্থিত হইয়াছিলেন। কিনা সংবাদ লাইতেন ! অনেক সময় এরূপা হইত যে র্যাহাকে জিজ্ঞাসা করিতেন। তিনি হয় তা প্ৰত্যহই ধ্যান করিতে যান, কিন্তু দৈবক্রমে সেদিন উপস্থিত হইতে পারেন নাই। একবার অনেকদিন পরে একদিন স্বামিজী ঠাকুরঘরে উপস্থিত হইয়া দেখিলেন। দুইজন ব্যতীত আর কেহ নাই। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হইয়। নীচে নামিয়া আসিয়া সকলকে নিকটে ডাকাইলেন এবং কেন র্তাহারা ধ্যান করিতে যান নাই তাহার কারণ জিজ্ঞাসা করি।-- እ © ፵b”