পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । পৌঁছিতে পারেন নাই-পরে যখন শুনিলেন তিনি আর ইহলোকে নাই।--দর্শনলাভের শেষে সুযোগ প্ৰদান কবিয়া চিরদিনের জন্য বিদাষ গ্ৰহণ করিয়াছেন তখন আষ তাহদেব আক্ষেপেৰ সীমা রহিল না। দিন যত নিকটবৰ্ত্তী হইযা আসিতে লাগিল স্বামিজী মঠ ও মিশনের কাৰ্য্যসংস্রব হইতে ততই সরিয দাড়াইতে লাগিলেন। ইচ্ছা-ঘঁহাদের ভবিষ্যতে ঐ কাজ করিতে হইবে তেঁাহাবা যেন স্বাধীন ভাবে তাহাবা সাহায্য নিরপেক্ষ হইযা ঐ কাৰ্য্য নিৰ্বাহ করিতে অভ্যস্ত হন। বলিতেন,-“সৰ্ব্বদা শিম্বোব কাছে কাছে থাকিযা কত গুৰু যে শিষ্যের অনিষ্ট কবিষাছেন। তাহাদের সংখ্যা হযন ! একবাব উপযুক্ত শিক্ষা প্ৰদান করিয়া তাহাদিগকে ছাড়িষ্যা দিতে হয। তাহা না হইলে গুৰুব অবর্তমানে তাহারা আপন পাযে ভর দিয দাড়াইবে কেমন করিয়া ?” কিন্তু তঁহার মুখে একথা শ্ৰবণ করিষা শিষ্যদিগের মনে বড়ই ক্লেশ হইত। কারণ তঁাহারা জানিতেন, তিনি যদি ছাড়িষ্যা যান, তবে কাৰ্য্যের বিষম ক্ষতি হইবে। কিন্তু স্বামিৰ্জী সব জানিযা ইচ্ছা করিষাই পার্থিব বন্ধনগুলি একে একে ছিন্ন করিতেছিলেন। এখন তাহার মন শ্ৰীশ্ৰীঠাকুর ও তাহার পরমারাধ্য খ্যামা-মাযের চরণে সমাহিত হইবার জন্য বাগ্ৰ হইষী উঠিয়াছিল। তিনি সৰ্ব্বদাই ধ্যানোমুখ হইষা থাকিতেন। ধ্যানও তেমনি গভীর। যখন সাধারণ অবস্থায থাকিতেন তখনও পৰ্য্যন্ত যেন অন্তরে তাহার ক্রিয়া চলিতে থাকিত, কারণ দেখা যাইত পূর্বে যে সকল বিষয়ে তিনি مہتر