পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাপ্ৰস্থানের পূর্বাভাস। কাশ্মীরে থাকিতে কয়েকদিন কঠিন পীড়া ভোগের প্লর তিনি ভূমি হইতে দুইখণ্ড ক্ষুদ্র প্রস্তর উঠাইয়া নিবেদিতাকে ফলিয়াছিলেন “যখন মৃত্যু সময় উপস্থিত হইবে তখন সব দৌৰ্ব্বল্য চলিয়া যাইবে-বাহিরের কোন চিন্তা, ভয় বা উদ্বেগাই থাকিবে না। আমি এখন হইতে মৃত্যুর জন্য সর্বদাই প্ৰস্তুতএই পাথরের মত শক্ত কারণ আমি শ্ৰীভগবানের চরণস্পর্শ লাভ করিয়াছি।” এই বলিয়া হস্তস্থিত প্ৰস্তরখণ্ডদ্বয় আঘাত করিয়াছিলেন। নিবেদিত বলেন “স্বামিজীী নিজের সম্বন্ধে ব্যক্তিগতভাবে কোন কথা এত কম বলিতেন যে এই কথাগুলি আমাদিগের হৃদয়ে চিরবিদ্ধ হইয়া আছে।” অমরনাথ হইতে ফিরিষাও তিনি হাসিতে হাসিতে বলিয়াছিলেন “বাবা অমরনাথ আমায় দয়া করে ইচ্ছামৃত্যুর বর দান করেছেন।” এই কথা শুনিয়া এবং পরমহংসদেব যে বলিযাছিলেন ‘এখন চাবী দেওয়া রইল এর পর খুলবো’ এবং ‘ও যখন জানতে পারবে ও কে তখনই দেহত্যাগ কববে’ ইহা স্মরণ করিয়া সকলেই ভাবিতেন তঁাহার লীলাবসানের পূর্বে তাহা কাহারও অবিদিত থাকিবে না। কিন্তু সামান্য মানব আমরা চক্ষু থাকিতেও অন্ধ শ্রবণ থাকিতেও বধির। যাহার খেলা তিনি না বুঝাইয়া দিলে সাধ্য কি বুঝি । নিবেদিতা লিখিয়াছেন- “যেদিন তাহার তিরোধন হয় তাহারা পূৰ্ব্ব বুধবার দিন একাদশী। স্বামিজী নিজে উপবাস করিয়াও শিষ্যগণকে স্বহস্তে পরিবেশন করিতে লাগিলেন। আহাবীয় দ্রব্য অধিক কিছু নয়-ভাত, আলুসিদ্ধ, কাঠালের