পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাপ্ৰস্থানের পূর্বাভাস। সহিত নীচে বসিয়া বিশেষ তৃপ্তি ও রূচির সহিত আহার করিয়াছিলেন। আহারান্তে কিয়ৎক্ষণ বিশ্ৰাম করিষা, বেলা ১টায় সময় ( অর্থাৎ অন্যান্য দিন অপেক্ষা ১ ঘণ্টা ১৷০ ঘণ্টা পূৰ্ব্বে ) স্বয়ং ব্ৰহ্মচারীদিগের গৃহে গিষা সংস্কৃত ক্লাসে যোগ দিতে বলিলেন। তিন ঘণ্টা ধরিয়া ব্যাকরণ শাস্ত্রের আলোচনা হইল। স্বামিজী বারদরাজের লঘুকৌমুদীর সুত্রগুলি নানা হাস্তোদ্দীপক ক্ষুদ্র ক্ষুদ্র গল্পের সহিত জড়িত করিষা, সুত্রের ভাষা লইয়া বহুবিধ রহস্য করিতে করিতে সে গুলিকে স্মতি সরস ও হৃদশগ্ৰাহী করিয়া শিষ্যদিগের মনোমধ্যে গাথিয়া দিলেন। এবং বলিলেন কলেজে অধ্যয়নকালে এইরূপ। গল্প, উপমা ও কৌতুকের মধ্য দিয়া তিনি তাহার সহপাঠী বন্ধু (বর্তমানকালে কলিকাতা তাইকোর্টের অন্যতম শ্রেষ্ঠ উকীল ) শ্ৰীযুক্ত দাশরর্থী সন্ন্যাল মহাশয়কে এক রাত্রের মধ্যে সমগ্ৰ ইংলণ্ডের ইতিহাস আৰ্যন্ত করাইয়া দিয়াছিলেন। ব্যাকরণপাঠ সমাপ্ত হইলে স্বামিজীকে যেন কিঞ্চিৎ ক্লান্ত বলিয়া বোধ হইতে লাগিল। ঈ দিন বৈকালে স্বামিজী প্ৰেমানন্দ স্বামীর সহিত বেলুড় বাজার। পৰ্য্যন্ত ভ্ৰমণ করেন। ঐ স্থান মঠ হইতে প্ৰায় দুই মাইল। শরীর খারাপ হওয়া অবধি স্বামিজী অনেক দিন অতিখানি পথ ছাটেন নাই। কিন্তু এদিন কোন কষ্ট অনুভব করিলেন না-বলিলেন শরীর খুব লঘু বোধ হইতেছে। প্ৰেমানন্দ স্বামীর সহিত অনেক বিষয়ের মধ্যে বেদবিদ্যালয় স্থাপন সম্বন্ধে কথাবাৰ্ত্ত হয়। প্ৰেমানন্দস্বামী জিজ্ঞাসা করিয়াছিলেন a