পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । করিতে লাগিল, কিন্তু সময় সংক্ষেপ বলিযা ও শরীরের ক্লাস্তি নিবন্ধন তিনি সে অনুবোধ বাক্ষা কবিতে পারিলেন না । রাত্ৰি চারিটার সম্ষ গাড়ী যখন ত্ৰিচিনপল্লীতে পৌছিল তখন দেখা গেল। সহস্ৰাধিক লোক তাহাব জন্য অপেক্ষা করিতেছে। গাড়ী ষ্টেশনে পৌঁছিবামাত্র তাহাবা তীহাকে একটি অভিনন্দন প্রদান করিল। তাহাতে বৰ্ত্তিাল “আমিবা আশা কবিয়াছিলাম। আপনি অন্ততঃ একদিন এখানে পদাৰ্পণ কবিধা আমাদিগকে কৃতাৰ্থ করিবেন । যাহা হউক মান্দ্ৰজি বসবা যে শাস্ত্ৰহ আপনাকে পাইবে ইহাঁহ ভাখিয়া আমর্ব। পরম আনন্দবোধ কবিতেছি ।” ত্ৰিচিনপল্পীর জাতীয উচ্চ বিদ্যাঞ্জাষেবা পৰিচালক সমিতি এবং ছাত্রবৃন্দও স্বামিজীকে স্বতন্ত্র আভিনন্দন প্ৰদান করেন। স্বামিজীকে অবশ্য খুব সংক্ষেপে ডক্তব্য দিতে হইল। তাঞ্জে|পে কয়েকদিন পরে হহাঁ অপেক্ষা ও অধিকতধ উৎসব ও লোক সমাগম হইয়াছিল। পথিমধ্যে তিনি যেৰূপ আদািব অভ্যর্থনা পাইতেছিলেন তাহা হইতেই কুম্ভকোনামে তাহার কিরূপ অভ্যর্থনা হইবে তাহা অনুমান কবি৷ কঠিন নহে। প্রকৃতপক্ষে হই যাছিলও তাঁহাই । কুম্ভকোনামবাসী বা তাহাকে পাইয়া অত্যধিক আনন্দোৎসব করিয়াছিলেন। এই নগর সমস্ত ভারতবষের মধ্যে একটি প্রধান ধৰ্ম্মকেন্দ্র ও নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি বিজড়িত । এখানে স্বামিজীী তিন দিন থাকিযা কিঞ্চিৎ বিশ্রাম কবিলেন ; কারণ বেশ বুঝিতে পারা গেল, মান্দ্রাজে৷ ইহা অপেক্ষাও গুবতব কাণ্ড হইবে। কুম্ভকোনামে হিন্দুসমাজে ও হিন্দু ছাত্রবৃন্দেব পক্ষ হইতে র্তাহাকে দুইটি অভিনন্দন দেওয়া হয় এবং স্বামিজী উত্তরে &磁协r