পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণ ভারতে । "The Mission of Vedanta" (Gettys scry) sists q বিষযের আলোচনা করিয়া তিনি প্রসঙ্গক্ৰমে বলেন আমাদের সর্বপ্রকার দুৰ্দশা অবনতি ও দুঃখকষ্ট্রের জন্য একমাত্র আমরাই দাষী আমবাই আমাদের দেশের সাধাৰণ লোককে পদদলিত কবিষ, তাহাদিগকে নীচজাতিতে পরিণত করিয়াছি, এবং প্রকৃতপক্ষে বলিতে গেলে এক্ষণে ব্ৰাহ্মণাপেক্ষা চণ্ডালের শিক্ষাতেই অধিকতর যত্নবান হওযা উচিত। উপসংহারে বলেন “হে হিন্দুগণ তোমাদিগকে ইহাই স্মরণ করাইয দিতে চাই যে, আমাদের এই জাতীয মহান অর্ণবপোত শত শত শতাব্দী ধরিয়া হিন্দুজাতিকে পারাপার করিতেছে। সম্ভবতঃ আজকাল উহাতে কযেকটি ছিদ্র হইষাছে, হয তা উহা কিঞ্চিৎ জীর্ণ হইয়া পঞ্ছিযাছে। যদি তাঁহাই হইয়া থাকে। তবে আমাদের ভারত মাতােব সকল সস্তানেরই প্ৰাণপণে এই সকল ছিদ্র বদ্ধ ও পোতের জীর্ণ সংস্কাব করিবার চেষ্টা করা উচিত। আমাদের স্বদেশবাসীকে এই বিপদের কথা জানাইতে হইবে তাহারা জাগ্ৰত হউক ; তাহারা এ দিকে মনঃসংযোগ কৰুক। আমি ভারতের একপ্ৰান্ত হইতে অপরপ্রান্ত পৰ্য্যন্ত উচ্চৈঃস্বরে লোকদিগন্ধে ডাকিয়া তাহাদিগকে জাগ্ৰত করিয়া নিজেদের অবস্থা বুঝিয়া ইতিকৰ্ত্তব্য সাধন করিতে আহবান করিব । ইত্যাদি-” কুম্ভকোনাম হইয়া স্বামিজী মান্দ্ৰাজাভিমুখে যাত্ৰা করিলেদ । পথে প্ৰায় সকল ষ্টেশনেই তাহাকে অভ্যর্থনা করিবার জন্য পূর্বের ন্যান্য জনতা দেখা যাইতে লাগিল। বিশেষতঃ মায়াবক্সন্ম ষ্টেশনে লোক সংখ্যা অত্যন্ত অধিক হইযাছিল। তথায় শ্ৰীযুক্ত ডি, Wpético