পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । নাটস আয়ার প্রমুখ একটি ক্ষুদ্র কমিটী তীহাকে ষ্টেশন প্লাটুফরুমের উপর একটী অভিনন্দন প্ৰদান করিলেন। উত্তরে তিনি সকলকে ধন্যবাদ দিয়া বিনীতভাবে বলিলেন, “আমি বিশেষ কোন বড় কাজ করি নাই। আমি অপেক্ষা আর যে কেত ইহা অারও ভাল করিয়া করিতে পারিতেন। তবে আমার প্রভু যাহা আমাকে করিতে পাঠাইয়াছিলেন। আমি শুধু তাহাই সমাধা করিয়া আসিয়াছি । আমার খুদ্রশক্তি যে আপনাদে বা সহানুভূতি লাভ করিয়াছে ইহাতেই আমি ধন্য।” আবও বর্নিালেন অন্য কোন সময় তিনি মায়াবারমে আসিবার চেষ্টা করিবেন। মহা উৎসাহ ধ্বনির মধ্যে ট্রেন ছাড়িশা দিল। চতুৰ্দিষ্টক ‘জয় স্বামি বিবেকানন্দ মহারাজাকি জয়” রবে প্ৰতিধ্বনিত হইতে লাগিল। মান্দ্ৰাজে যাইবার পথে প্রত্যেক ষ্টেশনে পূর্ববৎ ভিড় হইতে লাগিল । একস্থানে এমন হইখছিল যে সেখানকার লোকে বা ষ্ট্রেশন মাষ্টারকে অন্ততঃ দুই চারি মিনিটের জন্যও ট্রেনটি থামাইতে অনুরোধ করিয়াছিল। কিন্তু সে ষ্টেশনে ইষ্ট ট্রেন থামিবায় কথা নহে। সুতরাং ষ্ট্রেশন মাষ্ট্রর তাহাদিগের কথায় কৰ্ণপাত করিলেন না। যখন পুনঃ পুনঃ অনুরোধ করিয়া কোন ফল হইল না, তখন সেই সহস্ৰাধিক লোক দুরে ট্রেন আসিতেছে দেখিয়া অধীর ভাবে উন্মত্তাবৎ রেল লাইনের উপর শুইয়া পড়িল । ষ্টেশন মাষ্টার গতিক দেখিয়া সরিয়া পড়িলেন । গার্ড সাহেব ব্যাপারটি আন্দাজে কতক অনুমান করিলেন এবং অতগুলি লোকের প্রাণ যায় দেখিয়া তৎক্ষণাৎ গাষ্ঠী থামাইতে আদেশ দিলেন। গাড়ী থামিবামাত্র দলে দলে সকলে স্বামিজীয় WW90