পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । বালকবৎ সরল ও বিনম্র ভাব তাহাতে ছিল। পরেও তাহার বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। সৰ্ব্বসময়েই ত্যাগ বৈরাগ্য-বহ্নি‘পরিপূর্ণ সে হৃদয় নশ্বর গৌরবের ক্ষণিকত্ব হৃদয়ঙ্গম করিত।” বাস্তবিক তিনি বৈরাগ্যের মূৰ্ত্তিমান বিগ্রহ ছিলেন। নিন্দা স্তুতিতে কখনও বিচলিত হয়েনে নাই। এখানে স্তুতির কথা সুবলিলাম। অন্যত্র নিন্দার কথাও উল্লিখিত হইয়াছে। عههای