পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় । মান্দ্ৰাজ হইতে স্বামিজী ষ্টিমারে চড়িয়া কলিকাতা অভিমুখে যাত্ৰা করিলেন। সেখানে ইতিমধ্যে র্তাহার সম্মানার্থ বিপুল আয়োজন হইতেছিল । স্বয়ং দ্বার:বঙ্গাধিপ অভ্যর্থনা সমিতির সভাপতি হইয়াছিলেন । কলিকাতাবাসিগণ র্তাহার ভারত ভূমিতে পদার্পণের দিন হইতেই অতিশয আগ্রহের সহিত তাহার গতিবিধি পৰ্য্যবেক্ষণ ও মতামত শ্ৰবণ করিয়া আসিতেছিলেন । এক্ষণে র্তাহারা তাহার প্রতি উপযুক্ত সন্মান প্ৰদৰ্শনের জন্য যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন । 卷 খিদিরপুরে আসিয়া ষ্টীমার থামিল। অভ্যর্থনাসমিতির বন্দোবস্ত অনুসারে ওখান হইতে একখানি স্পেশাল ট্রেনে স্বামিজী ও তঁহার সহযাত্রীরা বেলা ৭৷ টার সময় শিয়ালদহ ষ্টেশনে পৌছিলেন। তথায় প্রায় বিংশতি সহস্ৰ লোক ঔৎসুক্যপূর্ণ চিত্তে প্তাকার আগমন প্ৰতীক্ষা করিতেছিল এবং নিউইয়র্ক ও লণ্ডনের লোকের শুর্তাহাকে যে বিদায়কালীন অভিনন্দন প্ৰদান করিয়াছিল তাহাই সাগ্রহে পাঠ করিতেছিল। ট্ৰেন ষ্টেশনে পৌছিধামাত্র সহস্ৰ কণ্ঠে জয়ধ্বনি করিয়া উঠিল। স্থামিজী গাড়ীতে দণ্ডায়মান হইয়া সমাগত জনগণের উদ্দেশে প্ৰণাম করিলেন। তঁহার প্রতিভাদীপ্ত অথচ কমনীয় মূৰ্ত্তি দেখিয়া কলিকাতাবাসিগণের মন উৎসাহে" ভরিয়া গেল। ‘জয় ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবাকি জয়—” “জয় স্বামী বিবেকানন্দ কি জয়’ শব্দে ষ্টেশন ঘন ঘন &