পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় । লাগিলেন। এই বক্তৃতা ও তাহাব চবিত্র-প্রভাব সৰ্ব্বত্র এক অভিনব ভাব সৃষ্টি কবিল এবং তিনি বর্তমান যুগেৰ পথপ্ৰদৰ্শক বলিয়া সহজেই সকলেব বৰণীয হইলেন। ইহাব কয়েক দিবস পাবে তিনি ষ্টাব থিযেটাবে “The Vedatuta in all its phases” ( Rifkiri G3MIII) iš TS3 একটি বক্তৃতা কবেন, তাহাতে বলেন বেদান্ত প্ৰচালি দ্বাবাই ভাবতেব সকল সম্প্রদায্যের সমন্বয সাধিত হইবে। 豪 影 鐵 কিযদিনেব মধ্যে শ্ৰীশ্ৰী বামহংসদে বেশ্ব জন্মতিথি উপলক্ষে দক্ষিণেশ্ববেবী কালীবাড়ীতে বিবাট উৎসবেব আয়োজন হইল। স্বামিজীকে পাইযা এবাৰ সাধাবণেব উৎসাহ ও আনন্দোব পবিদীমা ছিল না । স্বামিজী তাহাৰ কযেকজন গুৰু শাস্তাব সহিত বেলা ৯টা ১০টাব সময় বাগানে উপস্থিত হইলেন। নগ্নপদ , শীর্ষে গৈাবিক বর্ণেব উষ্ণৗষ ও সব্বাঙ্গ সুদীর্ঘ গৈবিক আলখাল্লায় আবৃত। তাহাকে দর্শন ও তঁাহাব শ্ৰীমুখেব অগ্নিশিখাসম বাণী শ্রবণ কবিবে বলিয়া অন্যান্য বৎসব অপেক্ষ এই বৎসব অনেক অধিক লোক সমবেত হইয়াছিল। মূল কালীবী মন্দিব সম্মুখে অসংখ্য লোক। স্বামিজী শ্ৰীশ্ৰীজগন্মাতাকে ভূমিষ্ট হইষা_প্ৰণাম কবিলেম-সঙ্গে সঙ্গে সহস্ৰ সহস্র শিব আনত হইল। তাব।পর ৬/বাধাকান্তু জীউকে প্ৰণাম করিয়া শ্ৰীরামকৃষ্ণদেবেব বাসগৃহে গমন কবিলেন। সে প্রকোষ্ঠে তখন আব্ব তিলাৰ্দ্ধ স্থান নাই। সমাগত ব্যক্তিবৃন্দ স্বামিজীব দর্শনলাভে পুলকিত হইয়া ঘন ঘন “জয় রামকৃষ্ণ বিবেকানন্দ’ ধ্বনিতে গগন বিদীর্ণ করিতে লাগিল। চতুর্দিকে সঙ্কীৰ্ত্তন দল やがbr。