পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ। বলপ্রদ, যাহা কিছু পবিত্র, সকলই তাঁহার শক্তির খেলা, তাহারই বাণী এবং তিনি স্বয়ং।। সত্য, বন্ধুগণ, জগৎ এখনও সেই নরবারের সহিত পরিচিত হয় নাই।” সৰ্ব্বশেষে তিনি কলিকাতাবাসী যুবকগণকে সম্বোধন করিয়া বলিলেন— ; : "উক্তিষ্ঠিত জাগ্ৰত প্ৰাপ্য বরান্নিবোধত”-কলিকাতাবাসী যুবকগণ, উঠ, জাগ, কারণ শুভমুহূৰ্ত্ত আসিয়াছে।......তোমরা বলিয়াছ আমি কিছু কাৰ্য্য করিয়াছি। যদি তাঁহাই হয়, তবে ইহাও স্মরণ রাখিও যে, আমিও এক সময় অতি নগণ্য বালকমাত্র ছিলাম-আমিও এক সময় এই কলিকাতার রাস্তায় তোমাদের মত খেলিয়া বেড়াইতাম। যদি আমি এতদূর করিয়া থাকি, তবে তোমরা আমাপেক্ষা কত অধিক কাৰ্য্য করিতে পারূঢ় উঠ, জাগ, জগৎ . তোমাদিগকে আহবান করিতেছে।.....অ্যামিতি" এখনও কিছুই করিতে পারি নাই, তোমাদিগকেই সব করিতে হইবে। যদি কাল আমার দেহত্যাগ হয়। সঙ্গে সঙ্গে এই কাৰ্য্যেরও অস্তিত্ব বিলুপ্ত হইবে না। আমার দৃঢ়বিশ্বাস জনসাধারণের মধ্য হইতে সহস্ৰ সহস্ৰ ব্যক্তি আসিয়া এই ব্ৰত গ্ৰহণ করিবে এবং এই কাৰ্য্যের এতদূর উন্নতি ও বিস্তার করিবে যে, আমি কল্পনায়ও বিশ্বাস করি, বিশেষতঃ আমার দেশের যুবকদের উপর।.....” পাঠক জানেন তিনি দশবৎসর কাল কিরূপে ভারতের চতুর্দিকে ভ্ৰমণ করিয়া দেশের অভ্যন্তরে যে শক্তি সুপ্তভাবে নিহিত আছে তাহার পরিচয় পাইয়াছিলেন। এক্ষণে সেই শক্তিকে উদ্বুদ্ধ করিবার জন্য তিনি পুনঃ পুনঃ দেশবাসীকে আহ্বান করিতে Sower 8. عب۔“ *;" | *