পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰেতাত্মার ছিন্নমুণ্ড দেখিলাম। সে কাতরভাবে তার কষ্টকর অবস্থা থেকে উদ্ধার প্রার্থনা কবৃছে।” অনুসন্ধানে জানা গেল বহু বৎসর পূৰ্ব্বে ঐ বাগানে একজন ব্ৰাহ্মণ দ্বারবান বাস করিত। সে অতিরিক্ত সুন্দ লইয়া টাকা ধার দিত। একদিন একজন খতক তাহাকে হত্যা করিয়া তাহার মৃতদেহ গঙ্গায় ফেলিয়া দেয়।

  • আরও অনেকবার স্বামিজী এই প্রকার দৃশ্য দেখিয়াছিলেন আর সেই সময়ে মৃত ব্যক্তিদিগের আত্মার কল্যাণার্থ প্ৰাণ খুলিয়া আশীৰ্বাদ ও প্রার্থনা করিতেন।