পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মঠে আশ্রয় লইবার পর হইতেই স্বামীজি আমাদিগকে মঠের দৈনন্দিন কাৰ্য্য-বিবরণ লিপিবদ্ধ করিয়া রাখিতে বার বার আদেশ করিতেন । আমরা সকল সময়ে না পারিলেও অনেক সময়ে তাহার আদেশ পালন করিয়াছিলাম। তৎফলে মঠের অন্যান্য অনেক ঘটনাবলির সঙ্গে স্বামীজির অনেক কথা, অনেক উপদেশ এবং তঁাহার জীবনের কতক কতক ঘটনা ও বিভিন্ন স্থানে গতগতিরও কতক কতক বিবরণ তাহাতে লিপিবদ্ধ হইয়া মঠে সযত্নে রক্ষিত হইয়াছে । স্বামীজির মহাসমাধির অব্যবহিত পরেই তঁহার গুরুভ্রাতৃগণ নানাস্থান হইতে আসিয়া বেলুড় মঠে সমবেত হন এবং তঁাহারা প্ৰত্যেকেই স্বামীজির সম্বন্ধে যিনি শাহ জানিতেন, তাহা বলিয়া গিয়া আমার দ্বারা লিপিবদ্ধ করান। পরে উদ্বোধনের সম্পাদনকালে স্বামীজির জীব- { _নের উপাদান সংগ্রহের জন্য পাঠকগণের নিকট আবেদন করায় স্বামীজির বাল্যবন্ধু শ্ৰীযুক্ত প্রিয়নাথ সিংহ, আমেরিকা যাত্রার পূৰ্ব্বে দীক্ষিত বেলগামনিবাসী ফরেষ্ট অফিসার শ্ৰীযুক্ত হরিপদ মিত্ৰ, স্বামীজির অন্যতম প্রিয়শিষ্য শ্ৰীযুক্ত শরচ্চন্দ্র চক্ৰবৰ্ত্তী প্রভৃতি তঁহাদের স্বামীজি-সম্বন্ধীয় অভিজ্ঞতা লিপিবদ্ধ করিতে আরম্ভ করেন । * স্বামীজির পাশ্চাত্যদেশবাসিনী বহুগুণালঙ্কতা শিষ্য, ভগিনী নিবেদিতা বােধ হয়। স্বামীজির, একখানি সুবিস্তৃত জীবনী সঙ্কলনের মানস করিয়া তাহার অংশ বিশেষ স্বরূপে মায়াবতী হইতে প্ৰকাশিত 'প্ৰবুদ্ধ-ভারত’ RK Šestfit affic- The Master as I Saw Him' tie fit স্বামীজি সম্বন্ধে তঁহার অভিজ্ঞতা ধারাবাহিক প্ৰবন্ধকারে লিখিতে আরম্ভ করেন। দুঃখের বিষয়, অকালে দেহত্যাগ করাতে ‘স্বামীজির সম্পূর্ণ জীবনচরিত লিখা তাহার দ্বারা ঘটিয়া উঠে নাই। যাহা হউক, স্বামী বিরজানন্দ মায়াবতী অদ্বৈতাশ্রমের ভারগ্রহণের