পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণচরণে Vy বিশুদ্ধচরিত্র নহে। প্ৰথমে একথা নরেন্দ্রের তত বিশ্বাস হয় নাই, কিন্তু পরে বিশেষ অনুসন্ধান করিয়া তিনি জানিতে পারেন, বাস্তবিকই, লোকগুলা অতি হীনচরিত্রের ! ভদ্রবেশী সাধারণ লোকদিগের অতি গোপনতম পাপ বা নিন্দনীয় আচরণও যে পরমহংসদেবের সূক্ষ্মদৃষ্টির অগোচর ছিল না, তাহা উপরোক্ত ব্যাপার হহঁতে জানিতে পারা যায়। কিন্তু নরেন্দ্রের স্বতঃসিদ্ধ পবিত্রতার উপর এই সূক্ষ্মদৰ্শী মহাপুরুষের এরূপ অটল বিশ্বাস ছিল, যে তিনি প্রায় বলিতেন ‘ও হচ্ছে আগুণ, ওর স্পর্শে পাপ-তাপ সব, পুড়ে থাক্‌ হয়। ও যদি শোর গরুও থায় কোন দোষ হবে না।” ইহা দ্বারা বোধ হয় তিনি নরেন্দ্রকে জীবন্মুক্ত মহাপুরুষের পর্য্যায়ে ফেলিতেন।* এদিকে নরেন্দ্র সম্বন্ধে এত উচ্চ ধারণা, কিন্তু তঁাহার ड्रल ভ্ৰান্তি দেখিলে তিনি কখনও তাহার সমর্থন করিতেন না ।

  • * ভাগবস্তুক্তির হানি হইবে বলিয়া পরমহংসদেব স্বয়ং নানা নিয়ম পালন পূৰ্ব্বক ভক্তসকলকে তন্ত্রপ করিতে সর্বদা উপদেশ দিতেন, কিন্তু তিনিই আবার বলিতেন— बtद्मळ । भकळ নিম্মু লঙ্ঘন করিলে কিন্তু তাহার কোন প্রত্যবায় হইবে না। “নরেন্ত্রের ভিতর জ্ঞানীগ্নি সর্বদা প্ৰজ্বলিত থাকিয়া সর্বপ্রকার আহাৰ্যাদোষকে ভস্মীভুত । করিয়া দিতেছে সেজন্য যেখানে সেখানে যা” তা’ ভোজন করিলেও তাহার মন কখন কলুষিত হইবে না।--জ্ঞােনরূপ অসিদ্বারা সে সর্বদা মায়ার সমস্ত বন্ধনকে খণ্ডবিখণ্ড করিতেছে, মহামায়া। সেজন্য তাঁহাকে কোনমতে আয়ত্তে আনিতে পারিতেছেন না’- এইরূপ কত কথাই তিনি তঁহার সম্বন্ধে বলিতেন তাহার ইয়ত্তা নাই। মাড়ওয়ারী ভক্তেরা । পরমহংসদেবর্কে দেখিতে আসিয়া সৰ্ব্বদা নানাপ্রকার খাদ্যদ্রব্য তীহাকে উপহার প্রদান করি। তিনি বলিতেন ‘ওরা নিষ্কম্ভাবে দান করিতে জ্ঞানে না, এক খিলি

கிள் ষোলটা • কামনা ক’রে দেয়, ঐ রূপ প্লব্য ভোজনে ভক্তির হানি হয়” । প্রদত্ত ঐ সকল দ্রব্য নরেন্দ্রকে খাইতে দিতেন ও বলিতেন ‘ওতে ওল্পী ব না, ও সব স্থজম ক’রে ফেলবে ।’ ]