পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . .. স্বামীজির জন্ম ও বাল্যকথা। পূৰ্ব্বোক্ত স্বপ্নদর্শনের কয়েকমাস পরে স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ই জানুয়ারী কৃষ্ণাসপ্তমীতিথিতে কলিকাতা নগরীতে জন্মগ্ৰহণ করেন। সে দিন পৌষ-সংক্রান্তি-মকরবাহিনী পূজার দিন, দু'। সুতরাং বাঙ্গালা দেশে ভারী ধূমধাম। : "", নব গ্ৰন্থত শিশুর সহিত তদীয় পিতামহ দুর্গাচরণের অবয়বগত ১. সাদৃশ্য দেখিয়া পরিবারস্থ সকলেই আশ্চৰ্য্য বােধ করিলেন। সকলেই নে করিলেন বুঝি দুর্গাচরণুই দেহত্যাগান্তে পুনরায়” এই কলেবরে ... অন্মগ্রহণ করিয়াছেন। যাহা হউক । নামকরণের সময় কেহ কেহ ধ্ৰুবলিলেনু ছেলের নাম হউক “দুর্গাদাস’। কিন্তু ভুবনেশ্বরী শিশুর, :নেত্রমধ্যে দৃষ্টিপাত করিয়া* কিছুক্ষণ স্তব্ধ হইয়া রছিলেন, তারপর, বলিলেন-নাম ? উহার নাম ‘বীরেশ্বর । এ নামে অবশ্য কাহারও। আপত্ত্বি থাকিতে পারে নী। সুতরাং সকলেই সন্তুষ্ট হইয়া সেরিম। হইতে শিশুকে বীরেশ্বর" বা বিলে’ নামে ডুকিঙে ভূগিলেন। খ্রিষ্ঠ ‘दिग' ऊ श्रेण ७ांकनांका, अंश नृांबंत्रिंबा স্থির হইল *

  • বালক বড় চঞ্চল। তাহার বিরুদ্ধে-দিনরাপ্ত নানাবিষ্ণু শাস্তিম্ভক্ষ্মে অভিযোগ শুনা যাইতে লাগিল। মাতা গুঞ্জকে আঁটিয়া উঠতে পারেন। না, পুত্র বড় একরোখা। যা ধাঁ করিয়া ছাড়িবে, কিছুতেই ?

তাহাকে বশ করা যায় না। তাঁহার গৌরাষ্মে সকলে অস্থিায়ু । বকুনি, ধমক, ভয়-প্ৰদৰ্শন-কিছুতেই কিছু इन मै। i পুত্রের ক্ৰোধ