পাতা:স্বামী বিবেকানন্দ (প্রথম খণ্ড).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 স্বামী বিবেকানন্দ » शं७ সন্ন্যাসী হাসিয়া তাহা পাগড়ী আকারে মাথায় পরিলেন ও বালকৃষ্ণুক আশীৰ্ব্বাদ করিয়া চলিয়া গেলেন। :) - , 絮 সে সময়ে দত্তবাটীতে প্রায়ই পরিব্রাজক সাধু সন্ন্যাসীর সমাগম হইত। বিশ্বনাথ বাৰু সন্ন্যাসী ফকিরের প্রতি বড় শ্রদ্ধাবান ছিলেন এবং পরম যত্নে তাহাদের সৎকার করিতেন। কিন্তু পূৰ্ব্বোক্ত ঘটনার পর হইতে সন্ন্যাসী আসিলেই বালক নরেন্দ্রকে সন্ন্যাসীর প্রস্থানকালের পূৰ্ব্ব পর্যন্ত ঘরে চাবী বন্ধ করিয়া রাখা হইত। কিন্তু বালক তাহা বড় গ্রাহ করিত না, যেই দেখিতেন নিকটে আর. কেঁহা নাই, অমনি । সম্মুখে যাহা থাকিত, তাহা জানালা গলাইয়া সন্ন্যাসীর নিকট ছুড়িয়া ঐ ফেলিতে পরিবারস্থ সকলকে এইরূপে জব্দ করিতে পারিলে বালক । *আনন্দে আটখানা হইয়া নৃত্য করিত। * # ঠু": জ্যেষ্ঠ ভগ্নীদ্বয়ের সহিত নরেন্দ্রের মোটেই বনিত না। তিনি যখন তখন তাহাদিগকে বিরক্ত করিতেন এবং তঁাহারা তাড়া করিলে ছুটিয়া৷ ” পলাইয়া নর্দামা, বা অস্তিাকুড়ে গিয়া দাড়াইতেন ও সেখান হইতে মনের সাধে নানাপ্রকার মুখরিত্রুতি করিতেন। আর এলে মুখের ভঙ্গিমাই বা কি! স্ট্রান্তাকুড়ে কেহ তঁহাকে.স্কুইতে গ্লান্বিত গুচি অগুচি ভ্ৰক্ষেপও করিতেন মা, কেবল মৃত্যুদু গুলিতেন, আর "মুগ্ধ তিনি জন্তু জানোয়াির লইয়া খেল্লা করিতে বড় ভাল দাক্সিৰ্তেন, ইহারাই তাহার খেলার সাখী ছিল, ফুজুড়া তীহাদের ধীর গাজীঞ্জ “তঁহার একটী পরম প্রিয়বস্তু ছিল। . ষ্ট্র মধ্যে মধ্যে তাহার গলার্ক্স ফুলের মালা ও কপালে সিঁদুর शांशॉरेंडन ७ গায়ে হাত কুলাইত । বুলাইতে তাহার সহিত নানাবিধ মিষ্টালাপ করিতেন। • }: ) {