পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষ্টেস্ পরিধানের ফল। S SA যুবতীর শ্বাস-যাতনা দেখিয়া মনে হইয়াছিল আদম জ্ঞান-বৃক্ষের ফল ভক্ষণ করিয়া কি ভয়ানক অপরাধই করিয়াছিলেন । এ দেশে যাহারা বিবিদের অনুকরণ আরম্ভ করিয়াছেন, ষ্টেস পরিধানের চতুবিধ কুফল তােহাঁদের বিশেষরূপে স্মরণ রাখা কৰ্ত্তব্য। (১) ডায়েফ্ৰাম (diaphragm), হাট, লঙ্গস, লিভার, ষ্টমাক্‌, স্পীন, কিডনী, প্যানক্রিয়াস (pancreas) ও ইণ্টেষ্টিনস এই সমুদয় যন্ত্র স্থানচু্যত হয়। লিভারের উপরে চাপ পড়াতে ইহার রক্ত সঞ্চালনের ব্যাঘ্যাত হয়, এবং তন্নিবন্ধন গ্যাষ্ট্রাল জিয়া, ডিসপেপশিয়া, কলিক, নসিয়া, বমি, ইত্যাদি হয় । ইউটারাসের স্থানচ্যুতি বশতঃ নানাপ্রকার স্ত্রীরোগ হয়। (২) ডায়েফ্ৰাম, রিব সমূহ, ফুসফুস ইত্যাদির উপর চাপ পড়াতে নিশ্বাস প্রশ্বাসের এবং ফুসফুসে বায়ু প্রবেশের বিষম ব্যাঘ্যাত হয় । (৩) হাটের উপর চাপ পড়াতে প্রায়ই প্যালিপিটেশন ও মুছা হয়। লণ্ডন হাসপাতালের প্রধান ডিমন্‌ষ্ট্রেটার ডাক্তার টেভেন্স বলেন অতিশয় আটা পোষাক পরিধানবশতঃ ২৩ জন যুবতীর য়্যাপোপ্লেক্সী রোগে মৃত্যু হইয়াছে। (৪) টঙ্কের যে সমুদয় মাংসপেশীর কাৰ্য্য মেরুদণ্ডের ঋজুতা রক্ষা করা, তৎ সমুদয় ষ্টেসের উপর স্বীয় কাৰ্য্যভার অৰ্পণ করিয়া অকৰ্ম্মণ্য ও দুর্বল হইয়া পড়ে এবং ক্রমশঃ ক্ষয়প্রাপ্ত হয়। এই জন্য কুজতা প্রভৃতি মেরুদণ্ডের নানাপ্রকার রোগ হয়। এইরূপে স্কন্ধ বক্ষস্থল প্রভৃতির নানাপ্রকার বিকৃতি হয়, এবং যে যৌবন সৌন্দৰ্য্য প্রদর্শন করিবার জন্য এত নিগ্ৰহ ভোগ, তাহাই বিনষ্ট হইয়া যায়। অতএব কি স্ত্রী কি পুরুষ, সকলেরই “ঢ়িলা৷” পোষাক ব্যবহার করা কৰ্ত্তব্য। কটিদেশে বেল্ট না পরিয়া ইলাষ্টিক গ্যালিস ব্যবহার করা উচিত। মস্তকের জন্য সাধারণতঃ আমাদের দেশে কোন আবরণের প্রয়োজন নাই । পার্কস বলেন সুৰ্য্যোত্তাপ নিবারণের পক্ষে কেশইম স্তকের যথোপযুক্ত আবরণ। টেভেন্স বলেন ষ্ট্রট আরব ও কৃষক প্রভৃতি অনেক লোক কেবলমাত্র প্রকৃতিপ্রদত্ত মস্তকাবরণ ধারণ করিয়াই সম্পূর্ণরূপ সুস্থ রহিয়াছে। যাহারা প্ৰকাণ্ড বায়ুসঞ্চালনহীন টুপি ধারণ করিয়া মস্তককে অকালে পাক কিম্বা মসৃণ ( বলডন) বেশ ধারণ করান, তাহদের এই কথাগুলি স্মরণ রাখা কৰ্ত্তব্য । গোড়ালিবিশিষ্ট জুতা শ্রেষ্ঠ । সুচি প্রমাণ গোড়ালিবিশিষ্ট জুতা পরিধান নিবন্ধন বিবিদের পদের আকৃতি অতি কুৎসিত হয় এবং পদের ও য়্যাঙ্ক লজিয়েণ্টের মাংসপেশী সমূহ দুৰ্বল হইয়া পড়ে। -───────────────────────--གྱི---_->>ཟོམ──ཡང་ཕྱི་ལ་ཡཁོ─────────────────་