পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । والاصوا لا (২) রোগীর ভুক্তাবিশিষ্ট ডিসাইনফেক্ট করিয়া নিক্ষেপ করিবে । (৩) হস্ত ডিসাইনফেক্ট না করিয়া মুখ কিম্বা নাসিক স্পর্শ করিবে না। (৪) রোগীকে কিম্বা রোগী-স্মৃষ্টি কোন বস্তু স্পর্শ করিয়া হস্ত ওয়ান ইন থাউজেন করোসিভ সৰুি মেটা কিম্বা ফাইভ পারসেণ্ট কাবলিক লোশনে ধুইবে । হস্ত না মুছিয়া শুষ্ক হইতে দিবে এবং তৎপর সিদ্ধ জলে ধুইয়া ফেলিবে । (৫) রোগীর ব্যবহৃত পাত্ৰাদি ফাইভ পারসেণ্ট কাবলিক লোশনে ধৌত করিবে । (৬) একটী ৫/৬ আউন্স ফাইভ পাসেণ্ট কাবলিক লোশন পূর্ণ ভাণ্ডে রোগীকে মল ত্যাগ করাইবে, এবং মল ত্যাগের পর তাহাতে সমান ভাগ কাবলিক লোশন ঢালিবে । (৭) রোগীর গৃহের মেজে বারিস্কার ওয়ান ইন থাউজেন করোসিভ সবিমেট লোশন দ্বারা ধৌত করিবে। (৮) আহার করিবার পূর্বে হস্ত, বস্ত্র, পাদুকা প্রভৃতি ডিস্ ইনফেক্ট করিবে। ফাইভ পারসেণ্ট কাবলিক লোশনে কিম্বা ওয়ান ইন থাউজান করোসিভ সক্সিমেট লোশনে অন্ততঃ দুই মিনিট পৰ্য্যন্ত হস্ত ডুবাইয়া রাখিবে, এবং হস্ত শুষ্ক হইলে সাবান ও গরম জলে প্ৰক্ষালিত করিবে । (৯) ডিসাইনফেকৃটেন্টের বোতলে লেবেল দিয়া অতি সাবধানে রাখিবে। পঞ্চম পরিচ্ছেদ । <FțG TSK (kala azar) | কারণ—আসাম অঞ্চলে কাল জ্বরে প্রতি বৎসর দশ সহস্ৰাধিক মৃত্যু হইয়া থাকে। গবৰ্ণমেণ্ট ইহার কারণ অনুসন্ধানে প্ৰবৃত্ত হইয়াছেন। ডাক্তার জাইলস্ (Giles) এই সিদ্ধান্ত করিয়াছেন যে কাল জ্বর সংক্ৰামক এবং ইহার এক্সাইটিং কাজ এস্কিলোস্টোমা (amchylostoma) < \lef*Faint