পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o স্বাস্থ্যবিজ্ঞান । য়্যাসিড। কয়লার মধ্যে গন্ধক আছে। সুতরাং দগ্ধ কয়লা হইতে এই সমুদয় গন্ধকজনিত গ্যাস উৎপন্ন হয়। (ঙ) কাবান ডাইসালফাইড (চ) য়্যামোনিয়মৃ সালফাইড বা কাবনেট। (ছ) হাইড্রোজেন সালফাইড কখনও কখনও থাকে। ( জ) জল । দগ্ধকাষ্ঠ হইতে অধিক পরিমাণে কাবান ডায়ক্সাইড,কাবান মনক্সাইড ও জল উৎপন্ন হয়। সলফার কম্পাউণ্ড অতি অল্পই বহিৰ্গত হয়। এক পাউণ্ড শুষ্ক কাষ্ঠ ১২০ ঘন ফুট বায়ুতে সম্পূর্ণরূপে দগ্ধ হয়। দগ্ধ কাষ্ঠ হইতে অধিক পরিমাণে কার্বন ডায়ক্সাইড কাবান মনক্সাইড়। ও জল উৎপন্ন হয়। সলফার কম্পাউণ্ড অতি অল্পই বহিৰ্গত হয়। এক পাউণ্ড শুষ্ক কাষ্ঠ ১২০ ঘন ফুট বায়ুতে সম্পূর্ণরূপে দগ্ধ হয়। দগ্ধ কয়লা হইতে কোল গ্যাস উৎপন্ন হয়। বিশুদ্ধ কোল-গ্যাসে হাইড্রোজেন, মাৰ্য গ্যাস, কাবান মনক্সাইড, ইথিলীন,(Ethylene) য়্যাসিটিলীন (Acetylene ) হাইড়ে,াজেন সালফাইড নাইট্রোজেন, কাবান ডায়ক্সাইডৰ সলফার ডায়ক্সাইড, য়্যামোনিয়া বা য়্যামোনিয়ম সালফাইড ও কাৰন ডাইসালফাইড থাকে। এক ঘন ফুট কোল গ্যাস ৮ ঘন ফুট বায়ুর অকৃসিজেন দগ্ধ করে, ও ২ ঘন ফুট কাবান ডায়ক্সাইড উৎপাদন করে। একটী গ্যাসের আলোকে সাধারণতঃ ঘণ্টায় ৩ ঘন ফুট কোল গ্যাস দগ্ধ হয় ও ৬ ঘন ফুট কার্বন ডায়ক্সাইড উৎপন্ন হয়। সুতরাং একটীি গ্যাস ল্যাম্প ১০ ব্যক্তির সমান কাবান ডায়ক্সাইড উৎপাদন করে। এক পাউণ্ড তৈল ঘণ্টায় ১৪০ হইতে ১৬০ ঘন ফুট বায়ুর অক্সিজেন দগ্ধ করে । পাউণ্ড বাক্সের একটী মোমবাতি ঘণ্টায় ৪ ঘন ফুট বায়ুতে সম্পূর্ণরূপে দগ্ধ হয় । (৩) সুয়েজ দূষিত বায়ু, সুয়ার গ্যাস বা ভূমধ্যস্থিত নর্দামার বায়ুতে দুৰ্গন্ধ অর্গানিক ম্যাটার, কাবৌ-য়্যামোনায়েকেল (Carbo-ammoniacal)