পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুয়ার গ্যাস সেবনের ফল। 8୩ রোগীদের রোগ বৃদ্ধি হয় এবং আরোগ্য অতি বিলম্বে সম্পাদিত হয়। বায়ু অত্যন্ত দূষিত হইলে হস্পিটাল গ্যাঙ্গীন ( Hospital gangrene) ও क्षेद्धिCatajat CF3 ( Erysipelas ) SitgSi<: K3 II (৩) দগ্ধ কাষ্ঠ কয়লাদিজাত কার্বন চুর্ণ ও সালফার ডায়কসাইড় ফুসফুসরোগ উৎপাদন করে। ব্ৰঙ্কাইটিস্ ও এম্ফিসীমা রোগী, জনাকীর্ণ সহরে প্রবেশ করিবামাত্র, কষ্ট অনুভব করে। গ্যাসালোকে যাহারা সৰ্ব্বদা কাৰ্য্য করে, তাহদের রক্ত হীনতা, দুর্বলতা, শিরঃপীড়া, জড়তা এবং নিশ্বাস-কষ্ট হয়। ( 8 ) নর্দামা ও চাপা শ্বেতখানা নিঃসৃত গ্যাস সেবনে নিশ্বাস রোধ (asphyxia) হয়। বিলাতের একটী চাপা শ্বেতখানা পরিষ্কার করিবার সময় ২৩টা বালক বালিকার ভয়ানক ভেদ, বমি, শিরঃপীড়া, দুর্বলতা, এবং কনভল্যুশন হইয়াছিল। তন্মধ্যে ২ জনের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হইয়াছিল। যাহাদের শয়নাগারের বায়ুতে সুয়ার গ্যাস মিশ্রিত হয়, তাহদের শিরঃপীড়া, গ্লানি ( malaise) জ্বর এবং রক্তহীনতা হয় ; শিশুদের অক্ষুধা, বিবৰ্ণতা, দুৰ্ব্বলতা, এবং উদরাময় হয়। একদা যোড়াসাঁকো কোন ভদ্র পরিবারের সকল শিশু একমাস ধরিয়া ক্ৰমাগত জ্বর ও উদরাময়রোগে পুনঃ পুনঃ আক্রান্ত হইতেছিল। অনুসন্ধানে জানা গেল তাহদের শয়নাগারে পার্শ্ববৰ্ত্তী গৃহের নিম্নস্থ একটী “কুয়া পাইখানার” গ্যাস প্রবেশ করিত। সেই পাইখানায় ২৫ বৎসরের মল সঞ্চিত ছিল। চূণ ও শুষ্ক মৃত্তিকা দ্বারা পাইখানা ভরাট করিবার পর উক্ত পরিবারের শিশুগণ রোগের হস্ত হইতে নিস্কৃতিলাভ করিয়াছিল। ইটালী পদ্মপুকুরে আমার একজন বন্ধুর বাস ভবনের ভিতরে একটী সরকারী নর্দামা ছিল । বহুকাল পরে সেই নর্দামা উন্মুক্ত ও পরিষ্কৃত করিবার সময় তাহার জ্বর হইয়াছিল। কেহ কেহ অনুমান করেন সুয়ার গ্যাস দ্বারা টাইফয়েড, ফিবার এবং ডিপ’ থিরিয়া ব্যাপ্ত হয়। আমার কোন বন্ধুর বাড়ীতে ড্রেণ পাইখানার ছিদ্ৰ দিয়া সুয়ারগ্যাস-নিঃসরণ হেতু ১১টা ডিপথেরিয়া কোস্ হইয়াছিল। টাইফয়ড, ডিপ’ থিরিয়া প্রভৃতির ব্যাসিলাস ড়েণের ভিতর প্রবেশ করিয়া সুয়ার গ্যাসের সহিত মিশ্রিত হয় এবং ইহার সঙ্গে উত্থিত হইয়া বায়ু দূষিত করে।