পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8り” স্বাস্থ্যবিজ্ঞান । ( ৫ ) মালজাত বাষ্প সময়ে সময়ে উদরাময় উৎপাদন করে। মাঠে পবিত্যক্ত মল মৃত্তিকা, বায়ু ও রৌদ্র সংযোগে শোধিত হয়। কিন্তু আবদ্ধ স্থানে সঞ্চিত মলের বাষ্প সুয়ার গ্যাসের ন্যায় অনিষ্টকর। স্রোত জলে নিক্ষিপ্ত মলের বাষ্প অনিষ্টকর কি না। এ বিষয়ে মতভেদ আছে। কিন্তু অল্পজল বিশিষ্ট ও স্রোতবিহীন নদীতে নিক্ষিপ্ত মল যে অনিষ্টকর। তাহাতে সন্দেহ নাই। বিকৃত সারজাত বাষ্প ভয়ানক অনিষ্টকর। আর্থর নামক একটা জাহাজে সার, বোঝাই করিয়া লইয়া যাইবার সময়, পথিমধ্যে পচিয়া যায় । তাহার দরুন অৰ্দ্ধেক সংখ্যক নাবিকের মৃত্যু হয়, অবশিষ্ট অৰ্দ্ধেক রুগ্ন হইয়া পড়ে এবং যাহারা জাহাজ হইতে মাল উঠাইয়াছিল তাহারাও পীড়িত क्रुछ्रेम्नाछिञ्ज । (৬) সমাধিভূমির বাষ্প সেবনে নানা প্রকার রোগ হইয়া থাকে। সমাধিভূমির নিকটস্থ স্থানে রোগের প্রাদুর্ভাব অপেক্ষাকৃত অধিক । মুসলমানদের একটা সমাধিভূমির উপর একদা ইংরাজেরা একটী সৈন্যগারদ স্থাপিত করেন। সেই গারদে জ্বরের অত্যন্ত প্রকোপ হইয়াছিল। পচনশীল শবপূর্ণ সমাধির রক্ষকদের প্রায় সৰ্ব্বদা সাঙ্ঘাতিক জ্বর, শ্বাসরোধ এবং শ্বাসরোধিক সর্দি হইয়া থাকে । (৭) পচনশীল পশুদেহজাত বাষ্পের অনিষ্টকারিতা সম্বন্ধে মতভেদ আছে ; কেহ কেহ বলেন ইহার অনিষ্টকারিতার কোন প্রমাণ পাওয়া যায় না। আবার কেহ কেহ বলেন ইহার উদরাময় ও আমাশয় উৎপাদন শক্তির যথেষ্ট পরিচয় পাওয়া গিয়াছে । (৮) ইষ্টকের পঁাজা ও চিন্ত্রী হইতে যে গ্যাস উখিত হয় তাহা নাসিক রন্ধে, প্রবেশ করিলে তৎক্ষণাৎ মৃত্যু হইয়া থাকে। কিন্তু ইহা অতি শীঘ্ৰ উদ্ধে উখিত ও ডাইলুট হইয়া যায় ; এইজন্য স্বাস্থ্যের হানি করিতে পারে না । ফ্রান্সে এই নিয়ম আছে যে কোন সদর রাস্তার ৫৪ই গজের মধ্যে কোন পাজা থাকিতে পারিবে না এবং দিবাভাগে পোড়াইতে দেওয়া হইবে না । সিমেন্ট-কারখানা উদ্ভূত গ্যাস নিকটবৰ্ত্তী বৃক্ষ লতাদি বিনষ্ট করে এবং ইহার দুৰ্গন্ধ বহুদূর পর্য্যন্ত ব্যাপ্ত হয় ।