পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(r o স্বাস্থ্যবিজ্ঞান । বায়ুর প্রয়োজন। প্রত্যেক ব্যক্তি প্রতি ঘণ্টায় ৬ ঘন ফুট কার্বন ডায়ক্সাইড উৎপাদন করে। অতএব, ২ ঘন ফুট কার্বন ডায়ক সাইড শোধন করিতে যদি ১০ ০০ ঘন ফুট মুক্ত বায়ুর প্রয়োজন, তবে ১৬ ঘন ফুট কার্বন ডায়ক X. So o o সাইড শোধন করিতে শ্ৰী হৈ =৩০ ০০ ঘন ফুট মুক্ত বায়ুর প্রয়োজন। দ্বাদশ বর্ষের নিম্ন বয়স্ক বালকের জন্য ইহার অৰ্দ্ধেক পরিমাণ বিশুদ্ধ বায়ু চাই । প্রদীপের দুষিত পদার্থ শোধনের জন্য মুক্ত বায়ুর প্রয়োজন। তৈল প্রদীপ কিম্বা মোম বৰ্ত্তিকার জন্য অতিরিক্ত মুক্ত বায়ুর প্রয়োজন নাই ; কিন্তু একটা গ্যাসালোকের জন্য ঘন্টায় অতিরিক্ত ৫৪০০ ঘন ফুট মুক্ত বায়ুর প্রয়োজন। একটা গৃহে এক ব্যক্তি এবং একটী গ্যাসালোক থাকিলে প্ৰতি ঘণ্টায় ৩০০ ০ + ৫৪০০ = ৮৪০০ ঘন ফুট মুক্ত বায়ু গৃহে আনয়ন করিতে হইবে। প্ৰত্যেক রোগীর জন্য সাধারণতঃ ঘণ্টায় ৪০ ০০ ঘন ফুট বায়ুর প্রয়োজন । উৎকট রোগে আরো অধিক চাই । পার্কস্ বলেন, প্রত্যেক গো অশ্বের ঘণ্টায় ১০,০০০ হইতে ২০,০ ০০ ঘন ফুট মুক্ত বায়ুর প্রয়োজন। তঁহার মতে, মনুষ্যের পক্ষে দেহ ভারের পাউণ্ড প্রতি ২০২৫ ঘন ফুট বায়ু ব্যবস্থার যে নিয়ম, ইতর প্রাণী সম্বন্ধেও সেই নিয়ম থাকা উচিত । ২ -কি উপায়ে গৃহাভ্যন্তরে মুক্ত বায়ু আনিতে পারা যায় ? বায়ু সঞ্চালনের উপকারিতা চারিটীি বিষয়ের উপর নির্ভর করে ; (১) প্ৰত্যেক ব্যক্তির নির্দিষ্ট স্থানের পরিমাণ, (২) বহিবায়ুর বিশুদ্ধতা,(৩) বহিবায়ুর তাপ, এবং (৪) সঞ্চালনের সমতা । (১) প্রত্যেক ব্যক্তির কি পরিমাণ স্থানের প্রয়োজন তাহা জানিতে হইলে কত বড় ঘরে ৩০ ০০ ঘন ফুট বায়ু প্রতি ঘণ্টায় সঞ্চালিত হইলে বায়ু স্রোতের আঘাতে কষ্টবোধ বা অনিষ্ট হয় না, তাহ নিৰ্দ্ধারণ করিতে হইবে । ১০০ ঘন ফুট পরিমিত গৃহে ঘণ্টায় ৩০০০ ঘন ফুট বায়ু সঞ্চালিত হইলে, ঘণ্টায় ৩০ বার বায়ু পবিবৰ্ত্তিত হয়, এবং বায়ু স্রোতের আঘাতে কষ্ট বোধ হয়। শীত প্রধান দেশে ঘণ্টায় তিন বারের অধিক পরিবৰ্ত্তিত হইলে বায়ু কষ্টদায়ক হয় ; এইজন্য বিলাত প্রভৃতি স্থানে প্রত্যেক কিউবিক স্পেস ও ফ্লোর স্পেস ।