পাতা:হঠাৎ নবাব.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు: হঠাৎ নবাব । জু-স্ত্রী । ( নিকোলের প্রতি ) ওলোকটা একবার এলে ছিনে জোকের মত ওকে আর ছাড়তে চায় না। দে। ঐ উপহারের মূল্য কত, আর তোমার ভালবাসা কত দূর, সমস্ত তাকে আমি খুলে বলেছি। জু। আপনি আমার প্রতি কতই অনুগ্রহ কচ্চেন--- আর, আপনার মত বড় লোক আমার জন্য যে এতদূর নীচত। স্বীকার কচ্চেন এই মনে ক'রে আমি ভারি লজ্জিত হচ্চি । দে। ভূমি বল কি ? বন্ধুদের মধ্যে কি এসব সঙ্কোচ হওয়া উচিত ? আর আমার ও যদি একfন এই রকম স্ববিধে উপস্থিত হয়, আমার হয়ে কি তুমিও ঠিক ভাঙ্গলে এই রকম কর না ? छू । ७ ! निझश्छे आज्ञाrन्द्र সহিত । জুসী। (নিকোলের প্রতি) ও লোকটা যতক্ষণ থাকে, ভভক্ষণ আমার মনে যেন একটা ভার চেপে থাকে। দে। বন্ধুর যখন কোন উপকার করতে হয় তখন আমি আর কিছুই মানি নে । ষে সুন্দরী বেগমের সঙ্গে আমার আলাপ ছিল, যখন শুনলুম তার উপর তোমার অনুরাগ হয়েছে, তখনই তোমার প্রেমে সাহায্য করতে আমি নিজেই তোমার কাছে অগ্রসর হলুম। জু। তা সত্যি। আপনার এই সকল গ্রহে আমি একেবারে ভাবাচক খেয়ে গিচি।