বিষয়বস্তুতে চলুন

পাতা:হঠাৎ নবাব.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । V う জু স্ত্রী । (নিকোলের প্রতি) লোকটা কি যাবে না ? fনকোল । ছ জনে একত্র হলে ওঁরা বেশ থাকেন । দো । তার মন ভেজাবার জন্য তুমি বেশ উপায় অবলম্বন করেছ। স্ত্রীলোকদের জন্য খরচ পত্র করলেই, স্ত্রীলোকেরা সন্তুষ্ট হয় ; তোমার গান, তোমার ফুলের তোড়, তোমার আতস বাজি, তোমার হীরে যা উপহার দিয়েছ, এই সকলে যেমন কাজ করেচে, এমন কাজ হাজার মুগের কথাতেও হয় না। জু। তার হৃদয়ে প্রবেশ করবার জনো আমি কি ন৷ খরচ করতে পারি। বড় ঘরের স্ত্রীলোকদের আমার বড় রূপসী বলে মনে হয়, আর এই মান কেনবার জন্য আমি সৰ্ব্বস্ব দি ভে পারি । জু স্ত্রী। (নিকোলের প্রতি চুপি চুপি ছ জনে না জানি এত কি কথাই হচ্চে ? যা দিকি নিকোল, আস্তে আস্তে একটু শুনে আয় দিকি । দো। আজ তুমি মনের সাধে তাকে দেখতে পাবে, দেখলে তোমার চক্ষু জুড়িয়ে যাবে। জু। আরও স্বাধীন থাকবার জন্য একটা ফিকির করেচি –আজ আমার স্ত্রীকে আমার বোনের বাড়ি নিমস্ত্রণ খেতে পাঠাfচ্চ, সমস্ত বিকেল ব্যালাটা সে সেখানে কাটাবে। দো। বেশ বুদ্ধির কাজ করেছ। তিনি থাকলে